This Article is From Oct 16, 2019

করণ জোহরের ‘দোস্তানা ২’-এর অফার কেন ফিরিয়ে দিলেন রাজকুমার রাও?

‘দোস্তানা ২’-এর অফার ফিরিয়ে দিলেন রাজকুমার রাও (Rajkummar Rao)। তিনি জানিয়েছেন কেন এই অফার তিনি ফিরিয়ে দিয়েছেন।

করণ জোহরের ‘দোস্তানা ২’-এর অফার কেন ফিরিয়ে দিলেন রাজকুমার রাও?

প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে রাজকুমার রাও (ছবি: প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম থেকে)

হাইলাইটস

  • ‘দোস্তানা ২’-এর অফার ফিরিয়ে দিলেন রাজকুমার রাও
  • বিখ্যাত উপন্যাস ‘হোয়াইট টাইগার’ থেকে নির্মীয়মাণ ছবিতে তিনি কাজ করছেন
  • সেখানে তাঁর সহ অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া
নয়াদিল্লি:

করণ জোহরের (Karan Johar) ‘দোস্তানা ২'-এর (Dostana 2) অফার ফিরিয়ে দিলেন রাজকুমার রাও (Rajkummar Rao)। ‘মুম্বই মিরর'-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন কেন এই অফার তিনি ফিরিয়ে দিয়েছেন। ৩৫ বছরের অভিনেতা জানিয়েছেন, ওই ছবির শু্যটিং শিডিউল ক্ল্যাশ করছিল তাঁর আর এক ছবির সঙ্গে। নেটফ্লিক্স বিখ্যাত উপন্যাস ‘হোয়াইট টাইগার' থেকে ছবি তৈরি করছে। অরবিন্দ আদিগার ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস থেকে তৈরি হওয়া ওই চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন। তাঁর সহ অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। রাজকুমার রাও জানিয়েছেন, ‘‘আমার আগামী প্রোজেক্ট, প্রিয়ঙ্কা চোপড়ার বিপরীতে একই সময়ে শ্যুট হবে। কিন্তু ‘দোস্তানা ২'- চিত্রনাট্য দারুণ এবং পরিচালক কলিন ডি'সুজা আমার এফটিআইআই-এর সহপাঠী।''

‘দোস্তানা ২'-র প্রযোজক করণ জোহর ছবির অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করেছেন। কমেডি ছবিটিতে রয়েছেন জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান। রয়েছেন নবাগত লক্ষ্য। করণ জোহর একটি টিজার পোস্ট করেন। সেই সঙ্গে তিনি লিখে জানান, ‘‘ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে অপরিমেয় পাগলামি নিয়ে। কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং শিগগিরি এক নতুন মুখ লঞ্চ করা হবে, যা তৈরি করবে ‘দোস্তানা ২'-এর ট্রায়ো। লক্ষ্য রাখুন সেই তৃতীয় উপযুক্ত ছেলেটির দিকে।''

চুরি করতে গিয়ে ধরা পড়লেন শিল্পা শেট্টি! কী চুরি করতে গিয়েছিলেন?

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দোস্তানা'-র দ্বিতীয় পর্ব এই ছবি। সেই ছবিতে অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও প্রিয়ঙ্কা চোপড়া মুখ্য ভূমিকায় ছিলেন। ছবিতে অভিষেক ও জন সাজানো সমকামী জুটির ভূমিকায় অভিনয় করেন। তাঁরা যে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তার মালিক ছিলেন প্রিয়ঙ্কা।

রাজকুমার রাওকে দেখা যাবে ‘মেড ইন চায়না' ছবিতেও। সেখানে মৌনী রায়ের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও আসছে ‘রুহ আফজা'। সেখানে তিনি জাহ্নবী কাপুর ও তুররাম খানের সঙ্গে অভিনয় করছেন। রয়েছেন নুসরত ভারুচাও। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। সেখানে তিনি সোনম কাপুর, অনিল কাপুর ও জুহি চাও‌লার সঙ্গে অভিনয় করেছিলেন।

.