This Article is From Feb 22, 2019

মোদীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করলেন রাহুল, পাল্টা দিল বিজেপি

প্রধানমন্ত্রীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি। আর তাঁর সরকারকে  ফটো শ্যুট  সরকার বলে  অভিহিত করেন রাহুল।

মোদীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করলেন রাহুল, পাল্টা দিল বিজেপি

দেশ যখন পুলওয়ামা হামলার শোকপালন করছে, তখন জিম করবেট পার্কে “প্রোমোশনাল ফিল্ম”র শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই অভিযোগ করে কংগ্রেস।

নিউ দিল্লি:

কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি  হানার এক সপ্তাহ বাদে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি। আর তাঁর সরকারকে  ফটো শ্যুট  সরকার বলে  অভিহিত করেন রাহুল। টুইটে  কংগ্রেস সভাপতি বলেন, জঙ্গি হামলায়  ৪০ জনেরও বেশি জওয়ানের মৃত্যুর খবর পাওয়ার তিন ঘণ্টা বাদেও শুটিং করছিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ যখন শোকে  কাতর তখন প্রধানমন্ত্রী লেকে ফটো শুটে  করতে ব্যস্ত।

আরও পড়ুনঃ উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি: সূত্র পুলিশ

পাল্টা  রাহুলকে  আক্রমণ করেছেন বিজেপি সাংসদ  মীনাক্ষী লেখি। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর  শুটিং করা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী আসলে প্রত্যেকটি মিনিটের খবর নিচ্ছিলেন। এ কথা বলে  রাহুলকে নিশানা করতে খবরের কাগজের একটি কাটিং পোস্ট করেন সাংসদ। তাতে বলা হয়েছে মুম্বই হামলার পর  পার্টি করেছিলেন রাহুল গান্ধী।

দেশ যখন পুলওয়ামা হামলার শোকপালন করছে, তখন জিম করবেট পার্কে “প্রোমোশনাল ফিল্ম”র শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করে  কংগ্রেস। দলের তরফে বৃহস্পতিবার এই অভিযোগ করার  কয়েকঘন্টা পরেই  তা খণ্ডন করে একটি সরকারি  সূত্র জানায়, খারাপ আবহাওয়া এবং নেটওয়ার্কের সমস্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২৫ মিনিট দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর।   দেরাদুনে পৌঁছান প্রধানমন্ত্রী, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেখানে ৪ ঘন্টা আটকে পড়েন।সকাল ১১.১৫ নাগাদ জিম করবেট পার্কে পৌঁছে সেখানে একটি টাইগার সাফারি, একটি ইকো-ট্যুরিজম জোন এবং উদ্ধারকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এরপর ধিকালার কালাগড় থেকে মোটরবোটে চড়েন প্রধানমন্ত্রী।

ওইদিন বিকেলে রূদ্রপুরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর, তবুও জঙ্গি হামলার খবর আসতেই তিনি তা বাতিল করে দেন।

.