This Article is From Sep 25, 2018

মজার সবে শুরু, রাফালে প্রসঙ্গে মোদীর বিরুদ্ধে তথ্য প্রকাশ্যে আনার দাবি রাহুলের

রাফালে যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে আরও তথ্য  প্রকাশ্যে আনার ইঙ্গিত দিলেন  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।  

মজার সবে শুরু, রাফালে প্রসঙ্গে মোদীর বিরুদ্ধে তথ্য প্রকাশ্যে আনার দাবি রাহুলের

কংগ্রেস সভাপতির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

হাইলাইটস

  • কয়েক মাসের মধ্যে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসবে দাবি রাহুলের
  • আমেঠীতে দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের সঙ্গে সোমবার কথা বলেন রাহুল
  • কংগ্রেস সভাপতির থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশিত নয় খোঁচা বিজেপির
নিউ দিল্লি:

রাফালে যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে আরও তথ্য  প্রকাশ্যে আনার ইঙ্গিত দিলেন  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।  নিজের লোকসভা কেন্দ্র আমেঠীতে দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের সঙ্গে সোমবার রাতে কথা বলার সময় রাহুল বলেন, সবে মজা শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও অনেক তথ্য  প্রকাশ্যে আসবে।

যে মানুষটা দুর্নীতি মুক্ত দেশ গড়ার  প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে তিনি  নিজে 30,000 কোটি টাকা অনিল আম্বানিকে  পাইয়ে দিয়েছেন। এই তো মজার শুরু! আগামী দু-তিন মাসের মধ্যে আমরা  আপনাদের রাফালে, বিজয় মালিয়া, ললিত মোদী, বিমুদ্রাকরণ গব্বর সিং ট্যাক্স( জিএসটি)-র মতো এমন অনেক ঘটনা প্রকাশ্যে আনব যার সঙ্গে নরেন্দ্র মোদীর যোগ আছে। আমরা দেখিয়ে দেব উনি শুধু চৌকিদার নন চোর।           

কংগ্রেস সভাপতির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন রাহুলের গোটা পরিবার দুর্নীতিতে নিমজ্জিত। তাঁর কথায়, কংগ্রেসের পক্ষে এটা খুবই লজ্জার যে রাহুলের মতো মিথ্যাবাদী, দ্বায়িত্বজ্ঞ্যানহীন একটা লোক তাদের সভাপতি। যাঁর গোটা পরিবার দুর্নীতিতে ডুবে রয়েছে তাঁর থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না।  স্বাধীন ভারতের ইতিহাসে কখনও কোনও জাতীয়  দলের সভাপতি এমন ভাষায় কথা বলেননি। রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে  প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে এ ব্যাপারে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করে।                                             

.