This Article is From Nov 14, 2019

রাহুল গান্ধিকে রাফাল মন্তব্যে সতর্ক করেই রেহাই দিল সুপ্রিম কোর্ট

Rafale Case: ১০ এপ্রিল রাহুল গান্ধি মন্তব্য করেন "চৌকিদার চোর হ্যায়", এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বলেছে "ভবিষ্যতে আরও সতর্ক হওয়া প্রয়োজন"

রাহুল গান্ধিকে রাফাল মন্তব্যে সতর্ক করেই রেহাই দিল সুপ্রিম কোর্ট

রাফাল মামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে "চৌকিদার চোর হ্যায়", মন্তব্য করেছিলেন Rahul Gandhi

নয়া দিল্লি:

আদালত অবমাননা মামলায় রাহুল গান্ধিকে সতর্ক করেই আপাতত রেহাই দিল সুপ্রিম কোর্ট (SC)। রাফাল মামলার পরিপ্রেক্ষিতে তাঁর করা মন্তব্য নিয়ে ওই কংগ্রেস নেতাকে (Rahul Gandhi) শীর্ষ আদালত (Supreme Court) বলেছে "ভবিষ্যতে আরও সতর্ক হওয়া প্রয়োজন"।  এর পাশাপাশি রাহুল গান্ধির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটিতে দাঁড়ি টেনে দিল সুপ্রিম কোর্ট। এর আগে নিজের মন্তব্য নিয়ে ক্ষমাও চেয়েছেন রাহুল গান্ধি। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রাহুল গান্ধির ওই ক্ষমার আবেদনকেও গ্রহণ করেছেন। ভবিষ্যতে কোনও মন্তব্য করার আগে আরও বেশি করে ভেবেচিন্তে যেন কথা বলেন ওই কংগ্রেস নেতা, এমন পরামর্শও দিয়েছেন বিচারপতিরা।

রাহুল গান্ধি রাফাল মামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে "চৌকিদার চোর হ্যায়" অর্থাৎ দেশের চৌকিদারই চোর এমন ধরণের মন্তব্য করেন। এরপরেই শীর্ষ আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। গত ১০ এপ্রিল ওই মন্তব্য করেন রাহুল গান্ধি।

ওই মন্তব্য করার সময় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন রাহুল গান্ধি। তিনি নিজের হয়ে সওয়ালে সুপ্রিম কোর্টের বেঞ্চকে বলেন যে তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে নিয়ে করা তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন।

Rafale case: কেন্দ্র সরকারের স্বস্তির নিঃশ্বাস, পুনর্বিবেচনার সমস্ত আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সওয়াল জবাব চলার সময় রাহুল গান্ধির হয়ে প্রবীণ আইনজীবী এ এম সিংভি বেঞ্চকে বলেন, কংগ্রেস নেতা তাঁর মন্তব্যের জন্যে দুঃখ প্রকাশও করেছেন।

এদিকে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি বলেন যে রাহুল গান্ধির ক্ষমাপ্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করা উচিত এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মুকুল রোহতগি আরও বলেন যে আদালতের রাহুল গান্ধিকে তাঁর বক্তব্যের জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা উচিত।

Sabarimala Case: মামলাটি ৭ বিচারপতির বেঞ্চের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধি রাফাল রায়ের পরিপ্রেক্ষিতে করা তাঁর "চৌকিদার চোর হ্যায়" মন্তব্যের জন্য শীর্ষ আদালতে নিঃশর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে তিনি আদালতকে "সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা" প্রদর্শন করেন এবং তাঁর এই মন্তব্য "সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অসাবধানতা বশতঃ" ছিল।

.