This Article is From Sep 24, 2018

সত্যের কখনও দুটো দিক হয় না, রাফালে প্রসঙ্গে মত জেটলির

রাফালে বিতর্কে (Rafale Deal) প্রাক্তন রাষ্ট্রপতির বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, সত্যের কখনও দুটো দিক হয় না।

পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও আক্রমণ করেন জেটলি।

হাইলাইটস

  • রাফালে বিতর্কে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির দাবি ঘিরে প্রশ্ন জেটলির
  • সত্যের দুটি দিক হয় না দাবি তাঁর
  • এ প্রসঙ্গে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও
নিউ দিল্লি:

রাফালে (Rafale) বিতর্কে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতির বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, সত্যের কখনও দুটো দিক হয় না। ফেসবুক পোস্টে করে একথাই লিখেছেন তিনি। রাফালে যুদ্ধ বিমান চুক্তিতে (Rafale Deal) ভারতের অনুরোধেই অনিল আম্বানির সংস্থাকে যুক্ত করা হয়েছিল বলে দাবি করেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিন জানান, এ ব্যাপারে তাঁদের অন্য কোনও বিকল্প দেওয়া হয়নি। কিন্তু দাবি ঠিক নয় বলে দাবি বর্তমান প্রশাসনের। ভারতের কথায়, আম্বানিদের সুযোগ দেওয়ার বিষয়টি বললেও এ ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল কিনা তা অবশ্য জানান নি তিনি। এই বিষয়টিকে সামনে রেখেই অর্থমন্ত্রী বলেছেন সত্যের দুটি দিক হয় না। পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও আক্রমণ করেন জেটলি। গত মাসে কংগ্রেসের তরফে টুইটারে একটি বার্তা প্রচারিত হয়েছিল।তাতে লেখা ছিল বরাত পেতে তাঁর সঙ্গী অভিনেতার মাধ্যমে ফরাসি রাষ্ট্রপতিকে ঘুষ দেওয়া  হয়েছিল। এটাও রাষ্ট্রপতির বিষয়ে এক প্রাথমিক প্রমাণ। এর পাল্টা দিতে দেরি করেনি কংগ্রেস।    

আরও পড়ুন: "রাহুলের পুরো পরিবার চোর", রাফাল নিয়ে কংগ্রেসকে আক্রমণ নির্মলা সীতারামনের

রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির মাঝেই প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি গত শুক্রবার জানান ভারত সরকারই নিজেদের অংশীদার হিসেবে অনিল অম্বানির নাম প্রস্তাব করেছিল। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 36টি যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিল আম্বানিকে নিজেদের অংশীদার বলে ব্যাখ্যা করেছিল ভারত। আর প্রায় সঙ্গে সঙ্গে অভিযোগ খারিজ করে প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বাণিজ্যিক ব্যাপারে ভারত বা ফরাসি সরকারের কোনও ভূমিকা ছিল না

আরও পড়ুন: রাফালে থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি, খোঁচা মমতার

.