This Article is From Oct 22, 2019

QS India rankings: রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে যাদবপুর

QS India rankings: এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

QS India rankings: রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে যাদবপুর

‘কিউএস ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০’ অনুসারে রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়।

‘কিউএস ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০' অনুসারে রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের সেরা হল কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরেই স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তালিকায় সব মিলিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান যথাক্রমে ১১ ও ১২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, ‘‘আমরা সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছি। আইআইটি ও আইআইএসসির মতো কেন্দ্রীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে মাত্র কয়েক ধাপ পরেই।'' বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ২৭ নম্বরে রয়েছে বলে জানান তিনি। বলেন, ‘‘এর থেকে বোঝা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খুব উঁচু।''

"ভারত তাঁর জন্যে গর্বিত", নোবেল জয়ীয় সঙ্গে সাক্ষাতের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি আরও বলেন, ‘‘আমরা সবাই এই উন্নতিতে খুব খুশি। আমি আমাদের কর্মী সদস্যদের জন্য গর্বিত।''

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আইআইটিরই আধিপত্য। আইআইটি বম্বে রয়েছে শীর্ষস্থানে এবং আইআইটি খড়গপুর রয়েছে পঞ্চম স্থানে।

এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

রাজ্যপাল জগদীপ ধনখড় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। তিনি জানান, তিনি আত্মবিশ্বাসী আগামী দিনে এই দুই বিশ্ববিদ্যালয় আরও ভাল জায়গায় পৌঁছবে। একথা তিনি টুইট করে জানান। পাশাপাশি জানান, ২৮,০০০ ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ২৭ নম্বরে স্থান পেয়েছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ৬৮ নম্বরে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.