This Article is From Sep 23, 2019

ড্রোন মারফৎ পাকিস্তান থেকে অস্ত্রের জোগান! হাতেনাতে ধরল পাঞ্জাব পুলিশ

পাঞ্জাবে (Punjab) পাকিস্তান ভিত্তিক কেজেডএফ কমান্ডার রণজিৎ সিং ওরফে আলিয়াস নীতা এবং তাঁর জার্মান ভিত্তিক সহযোগী গুরমিত সিং, দুজনে মিলে জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল হিসাবে কাজ করছিল।

ড্রোন মারফৎ পাকিস্তান থেকে অস্ত্রের জোগান! হাতেনাতে ধরল পাঞ্জাব পুলিশ

Khalistan Zindabad Force-এর জঙ্গি মডিউলের কাছ থেকে একে -৪৭ রাইফেল, চীনে তৈরি পিস্তল এবং ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

নয়া দিল্লি:

পাঞ্জাবে (Punjab) চুপিসাড়ে জঙ্গি হামলা করার ছক কষছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্সের (Khalistan Zindabad Force) একটি মডিউল। কিন্তু তাঁদের সেই ষড়যন্ত্রের ছক বানচাল করল পাঞ্জাব পুলিশ।একটি বড়সড় অভিযান চালিয়ে পুলিশ চারজন জঙ্গিকে (Terrorist) গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে। জানা গেছে, জঙ্গি মডিউলের কাছ থেকে একে -৪৭ রাইফেল, চীনে তৈরি পিস্তল, স্যাটেলাইট ফোন এবং হ্যান্ড গ্রেনেড সহ ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। এই অভিযানের বিষয়ে এক শীর্ষ পুলিশ আধিকারিক সাংবাদিকদের বলেন, আইএসআই ও পাকিস্তানের মদতপুষ্ট জিহাদি ও খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনগুলিকে ড্রোন ব্যবহার করে ভারত-পাক সীমান্ত পেরিয়ে অস্ত্র জোগান দেওয়া হচ্ছিল। "উপত্যকার সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং ভারতের সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার লক্ষ্যে বৃহত্তর অনুপ্রবেশ তাঁদের লক্ষ্য ছিল বলে মনে করা হয়েছে," জানিয়েছেন ডিরেক্টর জেনারেল (পুলিশ) দিনকার গুপ্ত।

বালাকোটে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি শিবিরগুলি, বললেন সেনাপ্রধান বিপীন রাওয়াত

ওই জঙ্গিরা পাঞ্জাবের নিবন্ধকরণ নম্বর সহ একটি সাদা রঙের মারুতি সুইফ্ট গাড়ি চালাচ্ছিল বলেও জানা গেছে। গ্রেফতার হওয়া জঙ্গিরা হল বলবন্ত সিং (ওরফে বাবা, ওরফে নিহং), আকাশদীপ সিং (ওরফে আকাশ রন্ধাওয়া), হরভজন সিং এবং বলবীর সিং। এর মধ্যে আবার আকাশদীপ ও বলবন্ত সিং দু'জনের বিরুদ্ধেই একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসরের অতিরিক্ত ইন্সপেক্টর-জেনারেল (কাউন্টার-ইন্টেলিজেন্স) কেতন বলিরাম পাটিলের নেতৃত্বে পাঞ্জাব পুলিশ ওই সফল সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায়। তাঁরা জানতে পারেন যে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেজেডএফএফ পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে একাধিক জঙ্গিহানার পরিকল্পনা করছে।

cqiibie

অস্ত্র ছাড়াও জঙ্গিদের কাছে থেকে ১০ লক্ষ টাকার জাল নোটও উদ্ধার করে পাঞ্জাব পুলিশ

পাকিস্তান ভিত্তিক কেজেডএফ কমান্ডার রণজিৎ সিং ওরফে আলিয়াস নীতা এবং তাঁর জার্মান ভিত্তিক সহযোগী গুরমিত সিং, দুজনে মিলে জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল হিসাবে কাজ করছিল। জানা গেছে তাঁরা স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করার কাজ চালাচ্ছিল।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত এই ঘটনার তদন্তভার এনআইএর কাছে হস্তান্তর করেছেন। পাশাপাশি তিনি আরও যে কোনও জঙ্গি হুমকি প্রতিরোধে পাঞ্জাবের দিকে ড্রোন চালিয়ে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় বিমান বাহিনী  এবং সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দেওয়ার বিষয়ে কেন্দ্রকে অনুরোধ করেছেন।

“২৬/১১, ৯ /১১ হামলাকারীদের কোথায় পাওয়া গিয়েছিল”, পাকিস্তানকে তোপ প্রধানমন্ত্রীর

এই ঘটনায় বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন, অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ আইন, কারাগার আইন এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

অস্ত্র ছাড়াও ওই জঙ্গি মডিউলের কাছ থেকে পুলিশ ৫ লক্ষ রাউন্ড গোলাবারুদ এবং ১০ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছে।

বর্তমান সন্ত্রাসবিরোধী অভিযানটি ৫ সেপ্টেম্বর তারন তরান জেলায় বোমা বিস্ফোরণের পরে ঘটেছিল, ওই বিস্ফোরণে  দুজন নিহত ও একজন আহত হয়। পাকিস্তান-সমর্থিত শিখ ফর জাস্টিসের (এসএফজে) লিঙ্ক উন্মুক্ত হওয়ার পরে সেই মামলাটি এনআইএর কাছেও হস্তান্তর করা হয়েছে।

দেখুন ভিডিও:

.