This Article is From Feb 15, 2019

গোয়েন্দা ব্যর্থতার জন্যই পুলওয়ামায় হামলা হয়েছে: মমতা

দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “সেনা জওয়ানদের চরম বলিদানের জন্য আমি ৭২ ঘন্টা শোকপালনের দাবি করছি।এর জন্য শুধুমাত্র একটা পতাকাই যথেষ্ঠ নয়”।

গোয়েন্দা ব্যর্থতার জন্যই পুলওয়ামায় হামলা হয়েছে: মমতা

মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গি হামলার প্রতি শ্রদ্ধা জানাতে সরকার সহ সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত সমস্ত নির্ধারিত কর্মসূচী বন্ধ রাখা (ফাইল ছবি)

কলকাতা:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলায় শহিদ হয়েছেন ৪০ জন জওয়ান, আহত হয়েছেন অনেকেই। পুলওয়ামায় হামলার ঘটনা “গোয়েন্দা ব্যর্থতার” জন্যই হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনদিন রাষ্ট্রীয় শোক পালনেরও দাবি করলেন তিনি।

কেন্দ্রীয় সরকার কেন জাতীয় শোক ঘোষণা করছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি, বলেন, “কেবলমাত্র রাজনৈতিক নেতাদের মৃত্যু হলে কি শোকপালন হবে”?

দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, “সেনা জওয়ানদের চরম বলিদানের জন্য আমি ৭২ ঘন্টা শোকপালনের দাবি করছি। এর জন্য শুধুমাত্র একটা পতাকাই যথেষ্ঠ  নয়”।

দিল্লি বিমানবন্দরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী

মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গি হামলার প্রতি শ্রদ্ধা জানাতে সরকার সহ সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত সমস্ত নির্ধারিত কর্মসূচী বন্ধ রাখা।তাঁর কথায়, “আমার এটা দেখে দুঃখ লাগল আজ প্রধানমন্ত্রীকে একটি প্রকল্পের শিলান্যাস করতে দেখে।কোনও গুরুতর ঘটনার পর আমাদের উচিত রাজনৈতিক এবং সরকারি কাজ বন্ধ রাখা।কেন তারা(কেন্দ্রীয় সরকার) তিনদিনের শোক ঘোষণা করছে না”?

পুলওয়ামার হামলাকে উরি হামলার পর থেকে “সবচেয়ে বড় হামলা” বলে মন্তব্য করে বিষয়টিকে নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

পুলওয়ামায় হামলার পর উঠছে বেশ কতকগুলি প্রশ্ন

তিনি বলেন, “এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।সেই জন্যই এই নিয়ে আমাদের কিছু বলার নেই।শুধুমাত্র আমরাই নয়, বিরোধী যারা আছে, কারও উচিত নয় এই বিষয়ে কোনও মন্তব্য করা।আমরা সবাই বলেছি, আমরা আমাদের দেশবাসীর সঙ্গে আছি”।তিনি আরও বলেন, “আমরা (তৃণমূল কংগ্রেস) দেশবাসী এবং জওয়ানদের প্রতিশ্রদ্ধা জানাচ্ছি।এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা”।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমাদের জানার অধিকার আছে, আসলে কী হয়েছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কী করছিলেন? হামলার আগে আমরা কেন কিছু জানতে পারলাম না? কেন এতজন জওয়ানকে শহিদ হতে হল? শুধু আমার নয়, এগুলো দেশবাসীর প্রশ্ন”।

বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল ৬০ কেজি বিস্ফোরক, ৮০ মিটার দূরে ছিটকে পড়েছিল দেহ

তিনি বলেন, “এটা আসলে গোয়েন্দা ব্যর্থতা। আমি জওয়ানদের সঙ্গে কথা বলেছি, যাঁদের থেকে আমি জানতে পেরেছি।তাঁরা এও বলেছেন, এটা পুরোপুরিই গোয়েন্দা ব্যর্থতা।কেন এত গাড়ি একসঙ্গে যাচ্ছিল”?

সেনা জওয়ানদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও দাবি তোলেন তিনি।

তিনি বলেন, “কারা যুক্ত তা জানতে তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা শাস্তির দাবি জানাচ্ছি। অনেক জওয়ান শহিদ হয়েছেন, এটা আমাদের জওয়ানদের মনোবল ভেঙে দেবে”।

সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে শনিবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।হামলায় শহিদ জওয়ানদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

.