This Article is From Feb 21, 2019

প্রধানমন্ত্রীর কাছে দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর: কংগ্রেসের অভিযোগ খারিজ করল সূত্র

সূ্ত্রের খবর, খারাপ আবহাওয়া এবং নেটওয়ার্কের সমস্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২৫ মিনিট দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর।

প্রধানমন্ত্রীর কাছে দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর: কংগ্রেসের অভিযোগ খারিজ করল সূত্র

সূত্র জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য দ্রুত দিল্লিতে পারেন নি প্রধানমন্ত্রী মোদী

নিউ দিল্লি:

দেশ যখন পুলওয়ামা হামলার শোকপালন করছে, তখন জিম করবেট পার্কে “প্রোমোশনাল ফিল্ম”র শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের এই অভিযোগের কয়েকঘন্টা পরেই অভিযোগ খণ্ডন করে একটি সরকারী সূত্র জানাল, খারাপ আবহাওয়া এবং নেটওয়ার্কের সমস্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২৫ মিনিট দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর।

সূত্রের খবর, দেরাদুনে পৌঁছান প্রধানমন্ত্রী, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেখানে ৪ ঘন্টা আটকে পড়েন।সকাল ১১.১৫ নাগাদ জিম করবেট পার্কে পৌঁছে সেখানে একটি টাইগার সাফারি, একটি ইকো-ট্যুরিজম জোন এবং উদ্ধারকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এরপর ধিকালার কালাগড় থেকে মোটরবোটে চড়েন মোটরবোটে চড়েন প্রধানমন্ত্রী।

জঙ্গি হানার পর গোটা দেশ যখন শোকস্তব্ধ তখন তথ্যচিত্রের শ্যুটিং করছিলেন মোদীঃ কংগ্রেস

 

সূত্র জানিয়েছে, ওইদিন বিকেলে রূদ্রপুরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর, তবুও জঙ্গি হামলার খবর আসতেই তিনি তা বাতিল করে দেন। রামনগর গেস্টহাউজে ফিরে আসার আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিতকুমার দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের থেকে সেখানকার খবর নেন।তিনজনের সঙ্গে লাগাতার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

ভারত থেকে পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার: নীতিন গড়করি

সূত্র্রের খবর, এরমধ্যে প্রধানমন্ত্রী কোনও খাবার মুখে তোলেন নি, পাশাপাশি হামলা সম্পর্কে তাঁকে দেরীতে জানানোয় ক্রুদ্ধ হন তিনি। খারাপ আবহাওযার জন্য চপার নামানো না গেলেও, খানাখন্দে ভরা রাস্তা দিয়েই রামনগর থেকে বরেলি যান প্রধানমন্ত্রী।গভীর রাতে দিল্লি পৌঁছান তিনি।

বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, জঙ্গি হামলার ঘটনা বিকেল ৩.১০ –এ হলেও, সন্ধ্যা ৬.৪০ পর্যন্ত ডিসকভারি চ্যানেলের সঙ্গে "প্রোমোশনাল ফিল্মে" শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর প্রশ্ন, “বিকেলে পুলওয়ামায় আমাদের জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় পুরো দেশ যখন শোক পালন করছে, সন্ধ্যা পর্যন্ত সিনেমার শ্যুটিং করতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।বিশ্বে এই ধরণের প্রধানমন্ত্রী আর আছেন কি”?

“অপপ্রচার বন্ধ করে ব্যবস্থা নিন”: পাকিস্তানের অভিযোগের জবাব উড়িয়ে দিল ভারত

ডিসকভারি চ্যানেলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শ্যুটিং এ ব্যস্ত থাকার দাবি অস্বীকার করেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “পুলওয়ামা হামলা সম্পর্কে কি অবগত ছিল কংগ্রেস? আমরা ছিলাম না”।

প্রধানমন্ত্রীকে কেন দেরীতে খবর জানানো হল, তা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলির কাছে রিপোর্ট তলব করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জাতীয় সড়কের ওপর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী বোমা হামলা হয়, শহিদ হন ৪০ জন জওয়ান।

 

 

 

 

.