This Article is From Sep 23, 2019

Durga Puja 2019: আসছে না বিজ্ঞাপন, বাজেটের ঘাটতিতে উদ্বিগ্ন বহু উদ্যোক্তা

পুজো (Durga Puja 2019) দোরগোড়ায় কড়া ‌নাড়লেও এখন বহু পুজোর মণ্ডপ (Puja pandals) নির্মাণ থমকে রয়েছে। কারণটা হল পুঁজির অভাব।

Durga Puja 2019: আসছে না বিজ্ঞাপন, বাজেটের ঘাটতিতে উদ্বিগ্ন বহু উদ্যোক্তা

Durga Puja 2019: বহু পুজোর মণ্ডপ নির্মাণ থমকে যাচ্ছে অর্থনৈতিক কারণে।

মা দুর্গা (Durga Puja) আসতে আর দেরি নেই। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু পুজো (Durga Puja 2019) দোরগোড়ায় কড়া ‌নাড়লেও এখন বহু পুজোর মণ্ডপ (Puja pandals) নির্মাণ থমকে রয়েছে। কারণটা হল পুঁজির অভাব। অর্থনৈতিক কারণেই এগোতে পারছে না মণ্ডপ তৈরির কাজ। ‘ইয়ং বয়েজ' ক্লাবের সভাপতি বিক্রান্ত সিংহ এব্যাপারে তাঁর উদ্বেগ প্রকাশে করলেন। তিনি জানাচ্ছেন, ‘‘আমরা কর্পোরেট হাউস ও স্পনসরদের কাছে আবেদন করছি। কিন্তু তারা সেভাবে সাড়া দিচ্ছে না। কারণ বাজারের অবস্থা খুবই খারাপ। দুর্গাপুজো পুরোপুরি নির্ভর করে বিজ্ঞাপন ও প্রচারের উপরে। এই সঙ্কট কাটিয়ে ওঠা আমাদের জন্য বেশ মুশকিল হয়ে যাচ্ছে।''

Durga Puja 2019: একশোয় ১১০ কেজি রূপোর প্রতিমা, ‘অপরূপা বাংলা মা' কামারডাঙায়

একই সমস্যায় পড়তে হয়েছে বিখ্যাত কলেজ স্কোয়ারের পুজো কমিটিকেও। সাধারণ সম্পাদক বিকাশ মজুমদার জানাচ্ছেন, ‘‘এজেন্সিগুলি বিজ্ঞাপনের ব্যাপারে খোঁজ করছে। কিন্তু পরে আর কিছু বলছে না। বিজ্ঞাপন কমে যাওয়ায় ফান্ডিংয়ের সমস্যা হচ্ছে। কিন্তু একবার পুজো মণ্ডপ নির্মাণ শুরু করে তো আর পিছিয়ে আসা যায় না। আমরা ক্লাব সার্কল থেকেই ফান্ড জোগাড় করে পুজোকে সাফল্যমণ্ডিত করতে চাইছি।''

Durga Puja 2019: আধুনিক ঘরানায় ঐতিহ্যের বন্দনায় নেতাজি-র শিমলা ব্যায়াম সমিতি

বিজ্ঞাপনের অভাব যে রয়েছে, তা কলকাতার পথেঘাটেই চোখে পড়ছে। এই সময় শহরের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কিন্তু এবার ছবিটা বদলেছে। হোর্ডিং চোখে পড়লেও তার সংখ্যা বেশ কমই।

দেখুন ভিডিও

.