This Article is From Jun 12, 2018

দোকান থেকে বের করে জনপ্রিয় বাংলাদেশের লেখককে করা হল হত্যা

পুলিশ জানিয়েছে, কোনো বেআইনি ইসলামিক গোষ্ঠী এই অপরাধটি ঘটিয়েছে এবং তাদের সন্ধান চলছে

দোকান থেকে বের করে জনপ্রিয় বাংলাদেশের লেখককে করা হল হত্যা

এই হত্যাকাণ্ডের দায়ভার এখনো অবধি কেউ স্বীকার করেনি

হাইলাইটস

  • 60 বছর বয়েসী শাহাবাজ বাচচু বিশাখা প্রকাশনীর মালিক ছিলেন
  • এই হত্যাকাণ্ডের দায়ভার এখনো অবধি কেউ স্বীকার করেনি
  • তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারিও ছিলেন
ঢাকা: আবার বাংলাদেশে লেখক হত্যা! এবার দোকান থেকে বের করে খোলা রাস্তায় গুলি করে হত্যা করা হল একজন জনপ্রিয় লেখককে। মুসলিম প্রধান দেশে এই ধর্মনিরপেক্ষ ব্লগার ও সক্রিয় কর্মী শেষ অবধি রাস্তাতেই লুটিয়ে পড়ে শেষ নিঃশাস ত্যাগ করে।  60 বছর বয়েসী শাহাবাজ বাচচু বিশাখা প্রকাশনীর মালিক ছিলেন যিনি কবিতার বই প্রকাশ করতেন এবং পাশাপাশি তিনি একজন ধর্মনিরেপক্ষ অধ্যাপক হিসেবেও পরিচিত। সেই গতকাল বিকেলে মুন্সিগঞ্জ জেলার কাকালদি গ্রামে দুষ্কৃতীর হাতে হত্যা হল। 

তিনি গতকাল বিকেলে ইফতারের আগে বন্ধুর সাথে দেখা করার জন্য একটা ওষুধের দোকানে গিয়ে ছিলেন। আর সেখানেই 5 জন দুষ্কৃতি অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এসে সেই দোকানের সামনে হাজির হয়।  সাধারণ মানুষ মধ্যে একটা আতঙ্ক তৈরী করার জন্য প্রথমে তারা ওষুধের দোকানের সামনে বোমাবাজি করে, এবং সেই ব্লগারকে টেনে বের করে গুলি করে হত্যা করে। কিছুদিন ধরেই তার ধর্মনিরেপক্ষ ধারণা দুনিয়া সমক্ষে আসার পর থেকেই বেশ কিছু হত্যার হুমকি তাকে বিব্রত করছিল। পুলিশ জানিয়েছে, কোনো বেআইনি ইসলামিক গোষ্ঠী এই অপরাধটি ঘটিয়েছে এবং তাদের সন্ধান চলছে। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারিও ছিলেন। যিনি স্বাধীন মতামত প্রকাশের জন্য যথেস্ট পরিচিত। তার প্রকাশনা সংস্থা বিশাকা ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত।

2015 সালের 26 জানুয়ারী বিখ্যাত ব্লগার অভিজিৎ রায়ের হত্যা সারা বাংলাদেশকে চমকে দিয়েছিল। এমন কী পরবর্তীকালে 31শে অক্টোবর দীপনকেও একইভাবে হত্যা করা হয়।  আর সেই কাণ্ডেরই আরো একবার পুনরাবৃত্তি ঘটলো গতকাল। যেটা এখন বাংলদেশের লেখক তথা ব্লগারদের বিশাল চিন্তার কারণ।    

.