This Article is From Oct 06, 2018

আর্থিক স্থায়িত্ব না এলে রাজনৈতিক স্থায়িত্ব আসে না, মত মমতার

আর্থিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি ভারতের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।

আর্থিক স্থায়িত্ব না এলে রাজনৈতিক  স্থায়িত্ব আসে না, মত মমতার

তৃণমূল সুপ্রিমোর মতে আরএসএস রাজনৈতিক দলের মতো আচরণ করছে।                                                

হাইলাইটস

  • তৃণমূল সুপ্রিমোর মতে আরএসএস রাজনৈতিক দলের মতো আচরণ করছে
  • তৃণমূল নেত্রী বলেন, বিজেপি ভারতের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে
  • দেশের স্বার্থে বিজেপির পরাজয় প্রয়োজন, মত মুখ্যমন্ত্রীর
কলকাতা:

পেট্রল ও ডিজেলের দাম কমাতে কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সে কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্য গুলিকেও এ ধরনের পদক্ষেপ করার অনুরোধ জানান। কিন্তু  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আগে কেন্দ্রের উচিত পেট্রল ডিজেলের উপর থাকা 10 টাকা সেস প্রত্যাহার করে নেওয়া। সেটা না করা পর্যন্ত রাজ্যকে নিজেদের অংশ ছাড়তে বলা অনুচিত। দলীয় দপ্তরের সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার এভাবেই জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তোপ দাগলেন মমতা। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করলেন  আরএসএসকেও। মাত্র কয়েক দিন আগে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছে আরএসএস। তৃণমূল সুপ্রিমোর মতে আরএসএস রাজনৈতিক দলের মতো আচরণ করছে।                                                                                                          

দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি ভারতের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর আর্থিক স্থায়িত্ব না এলে রাজনৈতিক স্থায়িত্ব আসে না।  তাঁর কথায়,গোটা দেশের অর্থনীতির এখন ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমদের দেশকে রক্ষা করতে এই সরকারের চলে যাওয়া  উচিত।

ইসলামপুরে ছাত্র মৃত্যুর জন্য আরএসএসকে দায়ী করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিশ পাঠায় আরএসএস। সংগঠনের রাজ্য সভাপতি জিষ্ণু বসু জানান তৃণমূল আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। তাই আমরা আইনি নোটিশ পাঠিয়েছি। নিজের মন্তব্যের জন্য হয় পার্থ চট্টোপাধ্যায় ক্ষমা চান নয়ত অভিযোগ প্রমাণ করুন। এ সম্পর্কে পার্থ জানান তিনি এখনও কোনও নোটিশ পাননি। নোটিশ হাতে  পেলে জবাব দেবেন। এতে  উদ্বিগ্ন নন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আরএসএসকে আমি আগে সামাজিক সংগঠন ভাবতাম। কিন্তু এখন ওরা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। আর তাই রাজনৈতিক সংগঠন হিসেবেই নিজেদের পরচিয় দিক আরএসএস।   

অন্যদিকে, রোজভ্যালি কাণ্ডে দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং  তাপস পালকে নোটিশ পাঠিয়েছে ইডি। মুখ্যমন্ত্রীর মতে নির্বাচন এলেই এ ধরনের কাজ করা  হয়ে থাকে।                  

       

.