This Article is From May 25, 2020

শ্বাসকষ্টের সমস্যায় মৃত কলকাতা পুলিশ কর্মী, সহকর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার

বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করালেও হাসপলাতাল কর্তৃপক্ষকে পাওয়া যায়নি

শ্বাসকষ্টের সমস্যায় মৃত কলকাতা পুলিশ কর্মী, সহকর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার

বিক্ষোভকারীদের দাবি, রবিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (প্রতীকি ছবি)

কলকাতা:

শ্বাসকষ্ট এবং করোনা ভাইরাসের (COVID-19 Symptoms) অন্যান্য লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশের মৃত্যু হল সোমবার, পুলিশ কর্মীর এই মৃত্যুকে কেন্দ্র করে উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন মৃত কনস্টেবলের সহকর্মীরা। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বছর ৪০ এর ওই পুলিশ কনস্টেবল, বিক্ষোভকারীদের দাবি, রবিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারী গড়ফা থানায় ভাঙচুর করেন, তাঁদের দাবি ওই কনস্টেবলকে আরও উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করালেও হাসপলাতাল কর্তৃপক্ষকে পাওয়া যায়নি।

বিক্ষোভরত এক পুলিশ আধিকারিক বলেন, “তাঁকে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়, যদিও তাঁর মধ্যে করোনার লক্ষণ ছিল। আমি মনে করি, তাঁর আরও যত্ন হওয়া উচিত ছিল পরিস্থিতি খারাপ হওয়ার আগে। কেন তাঁকে কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি”।

বিক্ষোভকারীদের থামাতে গড়ফা থানায় ছুটে যান পদস্থ পুলিশ আধিকারিকদের একটি দল, তারপরে বিক্ষোভ উঠে যায়।

এখনও পর্যন্ত অন্তত ৭ জন পুলিশ আধিকারিকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে।

গত সপ্তাহে, এজেসি বোস রোডের পুলিশ প্রশিক্ষণ স্কুল বিল্ডিং এ বিক্ষোভ করেন প্রায় ৫০০ পুলিশ কর্মী, তাঁদের দাবি, যে সমস্ত এলাকায় বদলি করা হয়েছে, সেখানে করোনা আক্রান্তের সংস্পর্শ আসার সম্ভাবনা প্রবল।

পুলিশ কর্মীদের অভিযোগ ও দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি পুলিশকর্মীদের সবচেয়ে ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.