This Article is From Jul 15, 2018

আগামীকাল মেদিনীপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

29 তারিখ বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের পুরুলিয়া জেলায় সমাবেশের পনেরো দিনের মধ্যেই রাজ্যে পা রাখছেন মোদি।

আগামীকাল মেদিনীপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ও উপনির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি

নিউ দিল্লি:

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেদিনীপুর টাউনে কৃষকসভার সমাবেশে খারিফ শস্যের মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) বা ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তই তাঁর ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে থাকবে বলে জানা গিয়েছে। গত মাসের  29 তারিখ বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের পুরুলিয়া জেলায় সমাবেশের পনেরো দিনের মধ্যেই রাজ্যে পা রাখছেন মোদি।

"মেদিনীপুরে প্রধানমন্ত্রীর এই সমাবেশের সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে, আগামী লোকসভা নির্বাচনে দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলা আমাদের অন্যতম অগ্রাধিকার", রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন। " এমএসপি বাড়ানোর সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে আমরা প্রধানমন্ত্রী মোদিজিকে অভ্যর্থনা জানাতে চাই", বলেন তিনি।

রাজ্যের বিভিন্ন জেলাতে ধীরে ধীরে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে বিজেপি। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ও উপনির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছে তারা।

এই দুই নির্বাচন থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করে আগামী লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে নিজেদের স্থানটি পোক্ত করতে বদ্ধপরিকর ছিল তারা। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এই জঙ্গলমহলে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত ভালো ফল করেছিল তারা। মেদিনীপুর টাউন যে জেলার অন্তর্গত, সেই পশ্চিম মেদিনীপুরও এই জঙ্গলমহলের মধ্যেই পড়ে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.