This Article is From Jul 08, 2018

টুইটারে বাকযুদ্ধে কংগ্রেস- বিজেপি

বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করে কংগ্রেস।

টুইটারে বাকযুদ্ধে কংগ্রেস- বিজেপি

জয়পুরের সেই সভায় উপস্থিত ছিলেন মোদী ও বসুন্ধরা।

হাইলাইটস

  • মোদী ও বসুন্ধরার সভার পুরনো ভিডিয়ো প্রকাশ কংগ্রেসের
  • কয়েক মাস আগের ভিডিয়ো বুঝতে পেরে ক্ষমা চাইল কংগেস
  • আত্মঘাতী গোল কটাক্ষ বিজেপির
নিউ দিল্লি:

কংগ্রেস ও বিজেপির মধ্যে  নতুন করে বাকযুদ্ধ শুরু হল টুইটারে।  এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি ভিডিয়ো। কংগ্রেসের  তরফে সেটি  পোস্ট  করা হয়।  তাতে  দেখা যাচ্ছে রাজনস্থানের একটি অনুষ্ঠান মঞ্চে পাশাপাশি বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ও মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ্যে সিন্ধিয়া।

 

আর নিচে একদল মানুষ নিজেদের মধ্যে হাতাহাতি  করছে। এমন একটি ভিডিয়ো পোস্ট করে কংগ্রেস দাবি করে বিধানসভা নির্বাচনের প্রচার শুরুতেই বিজেপির মধ্যে থাকা দ্বন্দ্বের ছবিটা স্পষ্ট হল। কটাক্ষ করা হয় খোদ প্রধানমন্ত্রীকেও।

জবাব দিতে সময় নেয়নি বিজেপি।  দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান এটি মাস পাঁচেকের পুরনো ভিডিয়ো। আর গোলমালের কারণও সম্পূর্ণ আলাদা। গোটা বিষয়টিকে তিনি আত্মঘাতী গোলের সঙ্গে তুলনা করেছেন।  অল্প সময়ের মধ্যেই  ভুল স্বীকার করে নেয় কংগ্রেস।  দলের  সোশাল মিডিয়া প্রধান  দিব্যা স্পান্দানা জানান তাঁদের ভুল হয়েছে।  কিন্ত অমিতকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। বলেছেন,, ভিডিয়োর সময়টা ভুল কিন্ত বিষয়টি অস্বীকার করতে পারবেন  না অমিত। সৎ সাহস থাকলে সত্যতা অস্বীকার করুন।               

.