This Article is From Nov 18, 2018

শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি, অনুষ্ঠানে উপস্থিত মোদী, সাহায্যের আশ্বাস

নতুন সরকাররে কাছে সবচেয়ে  বড় চ্যালেঞ্জ হল বিগত প্রশাসনের নেওয়া ঋণের মোকাবিলা  করা। সে ব্যাপারেই উদ্যোগ  নিতে  হবে  নতুন রাষ্ট্রপতিকে

শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি, অনুষ্ঠানে উপস্থিত মোদী, সাহায্যের আশ্বাস

নতুন সরকারের কাছে সবচেয়ে  বড় চ্যালেঞ্জ হল বিগত প্রশাসনের নেওয়া ঋণের মোকাবিলা  করা

হাইলাইটস

  • শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ
  • রাজধানী মালে শহরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • নতুন সরকারকে সাহায্যের আশ্বাস দিলেন তিনি
মালে:

শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ।  রাজধানী মালে শহরে ওই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সরকারকে সাহায্যের আশ্বাস  দিলেন তিনি। এদিকে নতুন রাষ্ট্রপতির দাবি এর আগে মালদ্বীপকে আর্থিক ভাবে নিঃশেষিত করে দেওয়া হয়েছিল। দেশকে আর্থিক সংকটের মুখে  দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই  মালদ্বীপে পরিকাঠামো বৃদ্ধির জন্য প্রচুর টাকা দিয়েছে চিন। কিন্তু মাত্র চার লাখ বাসিন্দার এই দেশ এখন ঋণগ্রস্থ  হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে  বিগত প্রশাসন  নিয়ম ভেঙে চিনা সংস্থাকে একাধিক বরাত দিয়েছে। নতুন রাষ্ট্রপতিরও দাবি রাজনৈতিক ভাবে লাভবান হতেই বাঁকা পথ ধরেছিল পূর্বতন প্রশাসন।

গত সেপ্টেম্বর মাসে নির্বাচনে জয়ী হয়েছেন নতুন রাষ্ট্রপতি। বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রাক্তন  রাষ্ট্রপতি আব্দুল্লা ইয়ামেনকে পরাজিত করেন তিনি।  আব্দুল্লার বিরুদ্ধে  অভিযোগ ছিল তিনি দেশকে  চিনের কাছে  বিকিয়ে  দিচ্ছেন। শুধু তাই  নয় বিরোধীদের নির্মম ভাবে দমন করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

নতুন সরকাররে কাছে সবচেয়ে  বড় চ্যালেঞ্জ হল বিগত প্রশাসনের নেওয়া ঋণের মোকাবিলা  করা। সে ব্যাপারেই উদ্যোগ  নিতে  হবে  নতুন রাষ্ট্রপতিকে। অন্যদিকে ভারত  চিরকালই   মালদ্বীপের সঙ্গে  আর্থিক সম্পর্ক রাখার পক্ষে। সেই মতো ভারেতের বিদেশ মন্ত্রক জানিয়েছে দুই রাষ্ট্র প্রধান নিজেদের মধ্যে  সুসম্পর্ক রাখার  পক্ষে সওয়াল করেছেন।

 

.