This Article is From Jan 15, 2019

“সবচেয়ে লজ্জাজনক” কী নিয়ে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী বলেন, “আমরা জানি সিপিএম সরকার আধ্যাত্মিকতা, ধর্ম এসবকে সম্মান দেয় না...কিন্তু কেউই ভাবে নি এটা এত লজ্জাজনক হবে”।

কেরলের কোল্লামে দুটি সরকারী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

কোল্লাম:

শবরীমালা ইস্যুতে কেরলের বাম সরকার এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তীব্র প্রতিবাদ, বিক্ষোভ হয় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং শবরীমালা মন্দিরে প্রবেশ করা মহিলাদের বিরুদ্ধে। রাজ্য সরকার জানিয়ে দেয়, শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে।

তৃণমূলের উনিশের সমাবেশে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস, সংশয় মায়ার দলের উপস্থিতি ঘিরেও

রাজ্য সরকারের এই অবস্থানের বিরোধীতায় পথে নেমে বিক্ষোভে সামিল হয় ডানপন্থী সংগঠন। আক্রমণ শানায় বিজেপিও।

কোল্লামে দুটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শবরীমালা নিয়ে সিপিএম সরকারের অবস্থান ক্ষমতায় থাকা সব সরকারের চেয়ে সবচেয়ে লজ্জাজনক হিসাবে ইতিহাসের পাতায় থাকবে।

সুপ্রিম রায়ে এখনই রথযাত্রা নয় বঙ্গ বিজেপির

তিনি আরও বলেন, “আমরা জানি সিপিএম সরকার আধ্যাত্মিকতা, ধর্ম এসবকে সম্মান দেয় না...কিন্তু কেউই ভাবে নি এটা এত লজ্জাজনক হবে”।

প্রধান বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-ও ভাল নয় বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তাদের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন তিনি। তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করার চ্যালেঞ্জ করেন তিনি।

.