This Article is From Feb 20, 2019

শহরে মহিলাদের জন্য ক্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহিলাদের যাতায়াত ব্যবস্থা আরও সুরক্ষিত করতে শহরে গোলাপি ট্যাক্সির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শহরে মহিলাদের জন্য ক্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহিলাদের যাতায়াত ব্যবস্থা আরও সুরক্ষিত করতে শহরে গোলাপি ট্যাক্সির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(ফাইল ছবি)

কলকাতা:

মহিলা চালিত এবং মহিলাদের জন্য সাদা এবং গোলাপি রং-এর এই ট্যাক্সি পরিষেবা অ্যাপ নির্ভর। বুধবার গোলাপি ট্যাক্সির ১০ জন মহিলা চালকের হাতে চাবি তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চালকের আসনে মহিলাদের বসানোয় উৎসাহ দিতে এই পদক্ষেপ”। তিনি বলেন, মহিলা চালকদের ভর্তুকির পরিমাণ ১ লাখ টাকা থেকে ১.৫০ লাখ টাকা করা হবে।

ছোটো গাড়ি কিনে যুবকদের সামবলম্বী করে তোলার জন্য স্বনির্ভর প্রকল্প গতিধারার সূচনা করা হয়। গতিধারা প্রকল্পে ৩৬,০০০ যুবক ভর্তুকি পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। অল্প সময়ের মধ্যে শহরে ১,০০০ গোলাপি ট্যাক্সি রাস্তায় নামবে বলেও জানান তিনি।

একটি অংশের রাজনৈতিক দল এবং সংগঠন ঘৃণা ছড়াচ্ছে: মমতা

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেন, যেহেতু এক্ষেত্রে চালকের আসনে একজন মহিলা থাকবেন, ফলে সুরক্ষিত পরিবেশ পাবেন যাত্রীরা।

ট্যাক্সির চাবি পাওয়া ১০ জন মহিলা চালক এসেছিলেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া থেকে।

শহরের বিভিন্ন রাস্তার জন্য ৮০ টির মধ্যে ২০ টি বৈদ্যুতিক বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, “আমরা সব সময় সরকারী পরিবহন এবং অন্যান্য সুযোগ সুবিধা চালু রেখেছি। বনধের দিনে আমরা কোনও বাস বন্ধ রাখতে দিই না”।গত সাত বছরে ২,১০০ বাস চালু  করা হয়েছে বলেও জানান তিনি।

হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো হয়ে উঠুক প্রেসিডেন্সি ও যাদবপুর, বললেন মমতা

বাকি ৬০ টি বৈদ্যুতিক বাস চলতি বছরের মে মাসের মধ্যেই চালু করা হবে বলে জানান পরিবহনমন্ত্রী। রাজ্য পরিবহন দফতরের বিভিন্ন ডিপোতে বাসগুলির চার্জ দেওয়ার জন্য ১৭ টি জায়গায় ব্যবস্থা করা হয়েছে।

বিস্তারিত ব্যখা না করে পরিবহনমন্ত্রী জানান, কলকাতা-আসানসোল রুটে ২০ টি সিএনজি বাস নামানো হবে। যাত্রীদের আরও ভাল সুযোগ সুবিধা দিতে বাসস্ট্যান্ডগুলির সংস্কার করা হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.