This Article is From Mar 01, 2019

ঢোল ও ভাঙড়া দিয়ে অভিনন্দনকে স্বাগত জানাতে ভোর থেকে আট্টারিতে ভিড় মানুষের

৩৫ বছর বয়সী উইং কমান্ডারকে বুধবার থেকে পাকিস্তানে বন্দি করে রাখা হয়েছিল। তার MiG-21 বাইসন যোদ্ধা জেট বিমান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের বিমান বাহিনীর জেটে আক্রমণ করেছিল। 

ঢোল ও ভাঙড়া দিয়ে অভিনন্দনকে স্বাগত জানাতে ভোর থেকে আট্টারিতে ভিড় মানুষের

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Wing Commander Abhinandan Varthama) বুধবার আটক করে পাকিস্তান

আট্টারি:

ভারতীয় বিমান বাহিনীর (IAF) পাইলট অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) আজ, শুক্রবার আট্টারিতে যৌথ চেক পোস্টে (জেসিপি) মুক্তি দেবে পাকিস্তান। অমৃতসর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আট্টারিতে এই নায়ককে স্বাগত জানাতে আজ ভোর ছ'টা থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

বন্ধুদের সঙ্গে আট্টারিতে এসেছেন অমৃতসরের বাসিন্দা জিতেন্দর। তিনি বলেন, “আমরা এখানে এসেছি আমাদের দেশের নায়ককে ঘরে স্বাগত জানাতে। আমরা আমাদের এই নায়ককে স্বাগত জানাই। তিনি বিমানবাহিনীর যুদ্ধে প্রভূত সাহস দেখিয়েছিলেন এবং পাকিস্তানিদের হাতে ধরা পড়ার পরেও একটুও বিচলিত হননি।" 

ছেলেকে আনতে ওয়াঘাহ সীমান্তে রওনা দিলেন উইং কমান্ডার অভিনন্দনের বাবা-মা

বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে নয়াদিল্লি বিমানে রওনা হয়েছে উইং কমান্ডার অভিনন্দনের বাবা-মা, এয়ার মার্শাল এস বর্তমান (অবসরপ্রাপ্ত) এবং মা শোভা বর্তমান, যিনি পেশায় চিকিৎসক। বিমানবন্দরে সাধারণ মানুষ তাঁদের অভিবাদন জানান। ছেলেকে ফিরে আসার সময় তাঁরাও আট্টারিতে রইবেন বলে আশা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী উইং কমান্ডারকে বুধবার থেকে পাকিস্তানে বন্দি করে রাখা হয়েছিল। তার MiG-21 বাইসন যোদ্ধা জেট বিমান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের বিমান বাহিনীর জেটে আক্রমণ করেছিল। 

অভিনন্দনকে ছাড়তে কীভাবে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা এবং সৌদি আরব?

সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), যা জেসিপি এবং ৫৫৩ কিলোমিটার দীর্ঘ পাঞ্জাব ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত উচ্চ সতর্কতার ভিত্তিতে পাহারা দেয়, পাঞ্জাব পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা শুক্রবার সকালে থেকেই এই এলাকায় অতিরিক্ত কর্মীদের নিযুক্ত করেছে। অমৃতসর বিমানবন্দর থেকে নয়া দিল্লিতে তাঁকে নিয়ে যাওয়ার আগে প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা তাঁর সঙ্গে সর্বক্ষণ রইবেন

ঢোল কাঁধে হাজির হয়েছেন মনজিত সিং, তিনি বলেন, “বিভিন্ন সেলিব্রিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে আট্টারি সীমান্তে আসেন। কিন্তু আজ, একজন সত্যিকারের নায়ক ফিরে আসছেন। আমরা তাঁকে ঢোল ও ভাংড়া দিয়ে বিশাল বড় অভ্যর্থনা জানাব।”

নতুন দিল্লি অভিনন্দনের অবিলম্বে  নিঃশর্ত এবং সুস্থ অবস্থায় মুক্তির দাবি জানালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ঘোষণা করেন যে, বন্দি আইএএফ পাইলটকে ‘শুভচিন্তার দৃষ্টান্ত' হিসাবেই মুক্ত করা হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.