কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন

Updated: January 14, 2019 14:25 IST

উত্তরপ্রদেশে শুরু হয়েছে কুম্ভমেলার আড়ম্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ধারে জমায়েত হয়েছে ভক্তপ্রাণ বহু মানুষ। কিভাবে সেজে উঠেছে প্রয়াগরাজ তা দেখে নিন নিজের চোখে।

কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন
এই অর্ধমুম্ভে প্রায় ১৫ কোটি ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগরাজ দেখে নিন
ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে যে, কুম্ভের সময় পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপের থেকে মুক্তি ঘটে। শুধু তাই নয়, এই কুম্ভই নাকি জীবন-মৃত্যুর হাত থেকেও মুক্তি ঘটায়।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন
আট সপ্তাহ ধরে চলবে অর্ধকুম্ভের এই অনুষ্ঠান।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন
এই সমস্ত ধর্মপ্রাণ মানুষদের শোয়ার জন্য বড়ো বড়ো টেন্টের ব্যবস্থা করা হয়। সাধারণত দিনে তারা খোলা আকাশের নিচেই থাকে।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন
কুম্ভতে আগত লোকেরা ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ্ দেখে নিন
কুম্ভ স্নান শুরু হয়, মকর সংক্রান্তির দিন থেকে। এই দিন নির্ধারিত সময়ের পর থেকেই শুরু হয় পবিত্র জলে স্নানের পর্ব।
কিভাবে কুম্ভমেলায় সেজে উঠেছে প্রয়াগ রাজ দেখে নিন
মহা কুম্ভের আয়োজন করা হল ১২ বছর বাদে বাদে। অর্ধ কুম্ভের আয়োজন হয় ছয় বছর বাদে বাদে।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com