কেরল বন্যাঃ ত্রাণ কাজ চলছে জোর কদমে

Updated: August 21, 2018 18:13 IST

ভয়ানক বন্যার কবলে কেরলে। এখনও পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি মানুষ মারা গিয়েছেন বন্যায়। ভূমিধ্বসে গৃহহীন হয়েছেন লক্ষাধিক। সারা দেশই পাশে এসে দাঁড়িয়েছে কেরলের। চলছে বন্যা কবলিত মানুষদের উদ্ধার কাজ।

কেরল বন্যাঃ ত্রাণ কাজ চলছে জোর কদমে
এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর বন্যার কবলে কেরল।
কেরল বন্যাঃ ত্রাণ কাজ চলছে জোর কদমে
সশস্ত্র সেনাবাহিনী নেমে পড়েছে কেরলে উদ্ধারকার্যে। জোরকদমে চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ।
কেরল বন্যাঃ ত্রাণ কাজ চলছে জোর কদমে
কেরলা সরকার জানিয়েছে, রাজ্যজুড়ে প্রায় 3,200 ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 1,028,000 মানুষ।
কেরল বন্যাঃ ত্রাণ কাজ চলছে জোর কদমে
দেশের নানান ক্ষেত্র থেকেই মানুষ ঝাঁপিয়ে পরেছেন কেরলের মানুষের উদ্ধারকার্যে। সারা দেশ থেকেই ত্রাণ সামগ্রী এবং অনুদান এসেছে। শিরোমানি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির স্বেচ্ছাসেবীরা কেরলের বন্যা কবলিতদের সাহায্যের জন্য অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে একটি ট্রাকে ত্রাণ সামগ্রী তুলছেন।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com