জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে

Updated: February 14, 2020 10:59 IST

গত বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামা সন্ত্রাস হামলায় শহীদ সিআরপিএফের ৪০ জন সদস্যের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ লেথপোরা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে
পুলওয়ামার হামলার এক বছর পর কাশ্মীরের লেথপোরার সিআরপিএফ ক্যাম্পাসে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভায় বিশেষ অতিথি হিসাবে একমাত্র উমেশ গোপীনাথ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে
লেথপোরার সিআরপিএফ ক্যাম্পাসে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলায় নিহত ৪০ জন সৈনিককে শ্রদ্ধা জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে
সেনারা শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে
পুলওয়ামা সন্ত্রাস হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ সেনার স্মরণে নির্মিত স্মৃতিসৌধ লেথপোরা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
জম্মু ও কাশ্মীর: শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন সিআরপিএফ-কে
প্রধানমন্ত্রী মোদী পুলওয়ামা হামলায় শহীদ হওয়া সেনাদেরও শ্রদ্ধা জানিয়েছেন।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com