ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া

Updated: December 11, 2019 10:37 IST

বঙ্গ সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার ডুফ্লো-এর হাতে তুলে দেওয়া হয়েছে নোবেল। তবে নোবেলের মঞ্চে গেলেও অর্থনীতিবিদ ভোলেননি বঙ্গকে। তাঁর পোশাকই প্রমাণ করে দিয়েছে তিনি খাঁটি বঙ্গ সন্তান।

ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া
বঙ্গ সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার ডুফ্লো-এর হাতে তুলে দেওয়া হয়েছে নোবেল। তবে নোবেলের মঞ্চে গেলেও অর্থনীতিবিদ ভোলেননি বঙ্গকে। তাঁর পোশাকই প্রমাণ করে দিয়েছে তিনি খাঁটি বঙ্গ সন্তান।
ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া
৫৮ বছর বয়সী নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ক্রিম রঙের পাঞ্জাবী এবং সোনালি পাড়ের সাদা কেরলের বিশেষ ধুতি বা মুন্ডু এবং গলাবন্ধ কালো জ্যাকেটে সেজেছিলেন
ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া
অন্যদিকে ফরাসি-আমেরিকান এস্থার ডুফ্লো এই বিশেষ দিনে নীলাম্বরী! নীল শাড়ি, লাল ব্লাউজ এবং লাল টিপে একেবারে ভিন্ন রূপে নোবেল সম্মান নিতে মঞ্চে ওঠেন স্বামী-স্ত্রী'র জুটি।
ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া
২০১৯ সালের নোবেল সম্মান অর্জন করেছেন ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফ্লো ও মাইকেল ক্রেমারের জুটি
ধুতি-পাঞ্জাবী-শাড়ি, নোবেলের মঞ্চেও বাঙালিয়ানার ছোঁয়া
এক ফ্রেমে তিন নোবল জয়ী

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com