This Article is From Jun 16, 2019

কী কাণ্ড! ক্যাট ফিল্টার ইমোজি নিয়ে ফেসবুকে লাইভে পাক মন্ত্রী

কী বলবেন একে? শেক্সপিয়রের কমেডি অফ এরর্সের নয়া সংস্করণ!

কী কাণ্ড! ক্যাট ফিল্টার ইমোজি নিয়ে ফেসবুকে লাইভে পাক মন্ত্রী

সাংবাদিক সম্মেলনের ফেসবুক লাইভে ইমোজি মাথায় পাক মন্ত্রী শওকত ইউসুফজাই!

ইসলামাবাদ:

কী বলবেন একে? শেক্সপিয়রের কমেডি অফ এরর্সের নয়া সংস্করণ! ফেসবুকে (Facebook) বক্তব্য রাখছেন এক ব্যক্তি। মাথায় তাঁর বিড়ালের কানের ইমোজি (cat filter)! তাও আবার যে সে ব্যক্তি তিনি নন। পাকিস্তানের তথ্য মন্ত্রী তিনি। বিষয়টি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রশ্ন উঠে, মন্ত্রিসভায় বসে বক্তৃতা দেবার সময় তাঁর ছবি এভাবে ফিল্টার করল কে?  

একই সঙ্গে মজার এবং অস্বস্তিকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনে (Khyber Pakhtukhwa) সেখানকার মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীদের নিয়ে বক্তব্য রাখছিলেন শওকত ইউসুফজাই (Shoukat Yousufzai)। আজমকাই সেই লাইভ বক্তৃতায় তাঁর মাথার ওপরে ক্যাট ফিল্টার করে দেয় কেউ। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ছবি।  

মর্মান্তিক ফাদার্স ডে: পড়া বন্ধ করতে মেয়েকে ছুরি দিয়ে কোপাল বাবা!

সাংবাদিক সম্মেলনটি প্রাদেশিক পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলির বিষয়ের ওপর চলছিল। কিন্তু নেটিজেনদের এই রসিকতায় লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় এরপরেই। 

"কে বিড়াল ছেড়েছে? মজা করে জানতে চান একজন। অন্যজন বলে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার সময় এই ফিল্টার মনে করাচ্ছে পাকিস্তানের কিছু ইতিবাচক দিকও আছে। অস্ত্র ধরার পাশাপাশি দেশের মানুষ মজাও করতে পারেন।

কেউ কেউ বিষয়টিকে সাপোর্ট করে বলেছেন, দেখতে বেশ মিষ্টি লাগছে মন্ত্রীমশাইকে। তবে শওকত ইউসুফজাইয়ের (Yousufzai)।

.