This Article is From Nov 29, 2018

তাহলে কি এবার কলকাতা বইমেলায় পা রাখতে চলেছে পাকিস্তান?

বইমেলার ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের মধ্যে গ্রেট ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি ছাড়াও থাকাবে রাশিয়া, চিন, জাপান, ভিয়েতনাম। এছাড়াও থাকবে মোট ১১'টি লাতিন আমেরিকার দেশ

তাহলে কি এবার কলকাতা বইমেলায় পা রাখতে চলেছে পাকিস্তান?

শীতের মরশুম, আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে কলকাতার ৪৩ তম বইমেলা উৎসব। সারা বছর ধরে বহু বাঙালি পাঠক এই বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। দেশ বিদেশের বহু বই পাওয়া যায় এই বইমেলায়। তবে এবারের আকর্ষণের কেন্দ্র কি অন্য কিছু হতে পারে? সূত্র অনুসারে খবর পাওয়া গেছে যে, এবারে কলকাতা বই মেলায় প্রথম পাকিস্তানের বই পাওয়া যেতে পারে।  যদি সব কিছু ঠিক থাকে, তাহলে পাকিস্তানের বহু প্রকাশক এবার নিজেদের বই নিয়ে কলকাতা বইমেলায় উপস্থিত থাকতে পারেন। তাহলে কি কলকাতার এই ৪৩ তম বইমেলা পেতে পারে নতুন কোনো চমক? সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হতে চলেছে এবারের বইমেলা। শুরু হবে ৩০ জানোয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।  গিল্ডের সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানিয়েছেন যে, ''যদি সবকিছু ঠিক থাকে তাহলে এবছর কলকাতা বইমেলায় পাঁচ থেকে ছয় জন প্রকাশকের পুস্তক প্রকাশিত হতে পারে।''

৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি গুয়েতামালা

তিনি আরও জানিয়েছন যে,  বইমেলার ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের মধ্যে গ্রেট ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি ছাড়াও থাকাবে রাশিয়া, চিন, জাপান, ভিয়েতনাম। এছাড়াও থাকবে মোট ১১'টি লাতিন আমেরিকার দেশ।

কার্তারপুর করিডরের শিলান্যাস করলেন ইমরান, ১০টি পয়েন্ট

ইতিমধ্যে গতকাল কার্তারপুর করিডোরের শিলান্যাস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  এই কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে অবস্থিত পবিত্র গুরুদ্বারা  যুক্ত হবে।  এই ঘটনার দুই দিন আগে ভারতেও শিলান্যাস করেছেন ভেঙ্কয়া নায়ডু। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.