This Article is From Sep 20, 2018

সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে প্রস্তুত পাকিস্তান, মোদীকে চিঠি ইমরানের

Imran Khan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে অনুরোধ জানিয়ে ইমরান বলেন, দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যেও বৈঠক করা হোক।

সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে প্রস্তুত পাকিস্তান, মোদীকে চিঠি ইমরানের

Imran Khan: সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে তৈরি পাকিস্তান, জানালেন ইমরান খান।

নিউ দিল্লি:

ভারত ও পাকিস্তানের মধ্যে ফের কথাবার্তা শুরু করার অনুরোধ জানালেন নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে অনুরোধ জানিয়ে তিনি বলেন, দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যেও বৈঠক করা হোক। পাকিস্তান যে ‘সন্ত্রাসবাদ’ নিয়ে কথা বলতেও রাজি, সেটাও জানান ইমরান (Imran Khan)।  গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের সময়েই ইমরান খান বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন উপযুক্ত আলোচনা ও  দু'দেশের মধ্যে গঠনমূলক কার্যকলাপের  মাধ্যমেই সম্পর্কে স্থিতিশীলতা আসবে। এবং, তিনি  সেই ব্যাপারে আশাবাদী।

আন্তর্জাতিক সীমান্তে পাক সেনার হাতে ভারতীয় সেনার গলা কাটা যাওয়ার পরদিনই এই চিঠি মোদীর দফতরে এলো ইমরানের কাছ থেকে।

“এ কথা অনস্বীকার্য যে, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কটি যথেষ্ট অম্লমধুর। আমরা তবুও চেষ্টা করছি যাতে আমাদের দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, কাশ্মীর সমস্যা সহ দুই দেশের ভিতরে চলা বহু শীতল সম্পর্কের জায়গাগুলিকে আর অনুভব করতে না পারে্। তাঁরা যেন শান্তির মধ্যে দিয়ে চালাতে পারে নিজেদের জীবন। এমনটাই প্রত্যাশা”, বলেন পাক ক্সিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

তিনি আরও বলেন, সিয়াচেন ও স্যার ক্রিকের ব্যাপারেও দুই দেশের একটি আশু সমাধানে আসা প্রয়োজন। নিজেদের স্বার্থেই।

“দু’দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য নিজেদের পারস্পরিক ইতিবাচক আদানপ্রদান খুব জরুরি। পাকিস্তানের বিদেশমন্ত্রী মখদুম শাহ মাহমুদ কুরেশি এবং ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে একটি বৈঠক করার প্রস্তাবও আমি রাখতে চাই”, বলেন ইমরান।   

.