This Article is From Aug 16, 2019

প্রতিবাদের নয়া পাক-পথ , এবার ভারতের শ্যাম্পু-সাবানের বিজ্ঞাপনও নিষিদ্ধ !

এই ঘোষণার এক দিন আগেই পাকিস্তান জম্মুর কৃষ্ণা ঘাঁটি আর কাশ্মীরের নওগাঁও  সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল বলে খবর। 

প্রতিবাদের নয়া পাক-পথ , এবার ভারতের শ্যাম্পু-সাবানের বিজ্ঞাপনও নিষিদ্ধ !

জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নয়া প্রতিবাদ

নয়া দিল্লি:

জম্মু-কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ ধারা তুলে দেওয়ার নয়া প্রতিবাদ। এবার ভারতীয় সাবান-শ্যাম্পুর বিজ্ঞাপন বাতিল করতে চলেছে পাকিস্তান (Pakistan)। ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর থেকেই ভারতীয় শিল্পীদের নিষিদ্ধ (banned) করেছে পাকিস্তান। এবার আরও এক ধাপ এগিয়ে কোপ পড়ল ভারতীয় প্রসাধনী বিজ্ঞাপনের ওপরেও। ভারতীয় স্বাধীনতা দিবসের একদিন আগে, অর্থাৎ ১৪ অগাস্ট পাক বৈদ্যুতিন মাধ্যমের অধিকর্তা এক বার্তায় জানান, ডেটল সাবান, সার্ফ এক্সেল পাউডার, প্যান্টিন শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, লাইফবয় সাবান, ফগ বডি স্প্রে সহ একাধিক ভারতীয় বিজ্ঞাপনের (advertisements) সম্প্রচারণ দেখানো নিষিদ্ধ হতে চলেছে পাক টিভি-তে। 

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ৫ ভারতীয় সেনার মৃত্যুর পাক দাবি খারিজ ভারতের

এই ঘোষণার এক দিন আগেই পাকিস্তান জম্মুর কৃষ্ণা ঘাঁটি আর কাশ্মীরের নওগাঁও  সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল বলে খবর। সেনাবাহিনির তরফ থেকে জানানো হয়, সকাল সাতটা থেকে কৃষ্ণা ঘাঁটিতে লাগাতার গুলি বর্ষণ করতে থাকে পাক সেনারা।  বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে এই গুলিবর্ষণ। ভারতীয় সেনা যদিও এর যোগ্য জবাব দিয়েছে। গুলিবর্ষণ থামার পর পাকিস্তান শিকার করে হামলার কথা। জানায়, এই গুলি বিনিময়ে মারা গেছে তাদের তিন সৈনিক।

Video: অভিনন্দন বর্তমান ফিরে আসার পর কে কী বললেন

.