This Article is From Aug 20, 2018

ভারতের সঙ্গে সম্পর্ক, ফের ডিগবাজি খেল পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এ কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান বদলাল সে দেশের নতুন সরকার।

ভারত এখনও বিশ্বাস করে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।

নিউ দিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এ কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান বদলাল সে দেশের নতুন সরকার। পাক প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেন ইমরান খান। এরইমধ্যে ইমরানকে চিঠি লেখেন মোদী। সেই চিঠিতে মোদী আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে রবিবার জানিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মামুদ কুরেশি। কিন্তু সোমবার পাকিস্তান জানাল তাঁর বক্তব্যকে ভারতীয় মিডিয়ার একাংশ  ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করছে। বিদেশমন্ত্রী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে ইতিবাচক ও গঠন মূলক সম্পর্ক তৈরির কথা বলেছিলেন। যদিও কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে জানা গিয়েছে ভারতের পাকিস্তান নীতিতে কোনও বদল আসেনি। ভারত এখনও বিশ্বাস করে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।

মানে সব মিলিয়ে নতুন পাক সরকারের সঙ্গে  ভারতের সম্পর্কের শুরুটা মোটেই ভাল হল না। কিন্তু ভোটে সবচেয়ে বেশি আসন জয়ের পর ইমরান ভারতকে বার্তা দিয়ে বলেছিলেন শান্তি স্থাপনে এবং কাশ্মীর প্রসঙ্গে ভারত একটি পদক্ষেপ নিলে পাকিস্তান দুটি নেবে। কার্যক্ষেত্রে প্রথমেই ঢোক গিলল  পাকিস্তান। আদতে শুরুটা হয়েছিল  নির্বাচনী প্রচারের সময় থেকেই। তখনই ভারতকে আক্রমণ করতে শুরু করেছিলেন ইমরান। তাছাড়া নির্বাচন প্রক্রিয়ায় তাঁর দল তেহরিক ই ইনসাফ পাক সেনার বদান্যতা পেয়েছে বলে দাবি বিরোধী দলগুলির।               

         

.