This Article is From Nov 27, 2019

৫ আগস্টের পর থেকে প্রতিরোধমূলক গ্রেফতার ৫,০০০ জনেরও বেশি মানুষ: কেন্দ্র

এঁদের মধ্যে ৬০৯ জন এখনও হেফাজতে রয়েছেন‌। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান একথা জানিয়েছেন।

৫ আগস্টের পর থেকে প্রতিরোধমূলক গ্রেফতার ৫,০০০ জনেরও বেশি মানুষ: কেন্দ্র

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ‘স্পেশাল স্টেটাস’ তুলে নেওয়ার পর ৫,০০০ জনেরও বেশি মানুষকে প্রতিরোধমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। (ফাইল)

নয়াদিল্লি:

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে (Scrapping of Article 370) জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ‘স্পেশাল স্টেটাস' তুলে নেওয়ার পর ৫,০০০ জনেরও বেশি মানুষকে প্রতিরোধমূলক ভাবে গ্রেফতার (Preventive Arrest) করা হয়েছে। এঁদের মধ্যে ৬০৯ জন এখনও হেফাজতে রয়েছেন‌। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের গুলিতে কেউ মারা যাননি। কিন্তু আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনায় ১৯৭ জন আহত হয়েছেন। তিনি জানান, এখনও পর্যন্ত ৫,১৬১ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে পাথর ছোঁড়া বিচ্ছিন্নতাবাদী, রাজন‌ৈতিক কর্মী ও আরও নানা ক্ষেত্রের মানুষ রয়েছেন।

মহারাষ্ট্রের বিধায়কদের শপথের আগে অজিত পাওয়ারকে স্বাগত জানাল জোট

তিনি আরও বলেন, ‘‘এঁদের মধ্যে ৬০৯ জন এখনও আটক রয়েছেন। তার মধ্যে ২১৮ জন পাথর ছোঁড়ায় অভিযুক্ত।''

একটি লিখিত প্রশ্নের উত্তর লিখিত ভাবে দেওয়ার সময় এই তথ্য দেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি রয়েছেন।

জম্মু‌ ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, ‘‘সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সমস্ত অত্যাবশকীয় পরিষেবা স্বাভাবিক রয়েছে।''

লোকসভায় নাথুরাম গডসেকে ‘‘দেশভক্ত'' বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ৫ আগস্টের পর একজনও পুলিশের গুলিতে মারা যাননি।

তবে তিনি জানাচ্ছেন, ‘‘এই সময়কালে ১৯৭ জন আইন শৃঙ্খলাজনিত ঘটনায় আহত হয়েছেন। এই সময়ে ৪ জন প্রতিরক্ষা কর্মী ও ১৭ জন নাগরিক জঙ্গি হানায় নিহত হয়েছেন এবং ১২৯ জন আহত হয়েছেন।''

তিনি আরও জানান, সংবিধানের ৩৫এ ধারা এবং আরও নানা সাংবিধানিক বিধিনিষেধের জন্য ওই অঞ্চলের মানুষরা কখনওই তাঁদের পূর্ণ অধিকার পাননি। দেশের অন্য প্রান্তে যে আইনি সুবিধাগুলি পান অন্য রাজ্যের মানুষ, তা পেতেন না এখানকার মানুষরা। আর সেই কারণেই গত ৭০ বছরে জম্মু, কাশ্মীর, লাদাখের সম্পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা পূর্ণ হয়নি।

তিনি আরও জানান, আগস্টের পদক্ষেপের পরে প্রাথমিক ভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ধীরে ধীরে তা তুলে নেওয়া হয়েছে।

.