This Article is From Sep 07, 2019

দুশোরও বেশি জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে: অজিত ডোভাল

Jammu and Kashmir: "বিপুল পরিমানে অস্ত্র চোরাচালান হচ্ছে ও কাশ্মীরের মানুষকে সমস্যা তৈরি করার জন্যে উস্কে দেওয়া হচ্ছে" বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দুশোরও বেশি জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে: অজিত ডোভাল

নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি জারি ভারতীয় সেনার (ফাইল চিত্র)।

হাইলাইটস

  • পাকিস্তান হিংসা ছড়ানোর চেষ্টা করছে, বলেন অজিত দোভাল
  • তিনি বলেন, প্রায় ২৩০ জন জঙ্গি কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে
  • গোয়েন্দাদের দেওয়া তথ্য তাই-ই বলছে, জানান নিরাপত্তা উপদেষ্টা
নয়া দিল্লি:

ফের একবার পাকিস্তানকে আক্রমণের নিশানায় রাখলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।তিনি শনিবার বলেন, ২০০ জনেরও বেশি জঙ্গি পাকিস্তান (Pakistan) থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। সীমান্ত এলকা দিয়ে উপত্যকায় হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ, এমন অভিযোগও করতে শোনা যায় তাঁকে। গত মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে রাজ্যটিকে (Jammu and Kashmir) দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ডোভাল সাংবাদিকদের বলেন, "প্রায় ২৩০ জন জঙ্গি কাশ্মীরের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করতে প্রস্তুত হয়ে রয়েছে।" গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই ওই দাবি করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (Ajit Doval)। এদিকে সামরিক আধিকারিকরাও জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে ধরাও পড়েছে।

"জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে নেওয়ার নীতিটির অন্যতম নেপথ্যকারী হিসাবে বিবেচিত অজিত ডোভাল এও বলেছেন, "বিপুল পরিমানে অস্ত্র চোরাচালান হচ্ছে ও কাশ্মীরের মানুষকে সমস্যা তৈরি করার জন্যে উস্কে দেওয়া হচ্ছে" ।

জম্মু-কাশ্মীরের সুপিয়াতে জঙ্গিদের গুলিতে আহত ৪

"আমরা সমস্ত নিষেধাজ্ঞাই তুলে দিতে চাই, তবে এটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। যথেষ্ট উত্তেজক ও প্রতিক্রিয়ামূলক পরিস্থিতি রয়েছে সেখানে। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের দমনে পদক্ষেপ করে যাতে তারা ভারতের মাটিতে অনুপ্রবেশ না করে, যদি পাকিস্তান নিজেদের সূত্র মারফৎ সন্ত্রাসবাদীদের সংকেত পাঠানো বন্ধ করে দেয়, তবে এই  বিধিনিষেধ তুলে নিতে পারি আমরা"।

নিরাপত্তার স্বার্থেই কাশ্মীর উপত্যকার কিছু অংশে এখনও বিধিনিষেধ জারি রয়েছে। কিছুটা প্রতিবন্ধকতা শিথিল করা হয়েছে, তবে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে কারণ এগুলিই অশান্তি ছড়াতে ব্যবহার করা হতে পারে বলেই মনে করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

উত্তেজনা উস্কে দিতে সাংকেতিক ভাষা ব্যবহার করছে পাকিস্তান: অজিত ডোভাল

পাকিস্তান তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই প্রমাণগুলিকে অস্বীকার করেছেন।

ডোভাল কাশ্মীরের এক আপেল ব্যবসায়ীর উপর হওয়া জঙ্গি আক্রমণের নেপথ্যেও  পাকিস্তানের মদত রয়েছে বলে উল্লেখ করেছেন।  

সন্ত্রাসবাদীরা হামলা চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে জম্মু ও কাশ্মীরে। সোপরে এক ফল ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চালানো সন্ত্রাস হামলায় দুই বছরের একটি মেয়ে সহ চারজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীরা মানুষের মনে ভয় জাগানোর চেষ্টা করছে। অজিত দোভাল কর্তৃপক্ষকে আহত মেয়েকে দিল্লির এইমসে বিমানবন্দরে নিয়ে যেতে বলেছেন।

গত মাসে শ্রীনগরের কাছে নিজের দোকান খোলা রাখার জন্য জঙ্গিরা ৬৫ বছর বয়সী এক মুদিকে হত্যা করে বলে জানা যায়।

.