This Article is From Aug 17, 2018

পোখরানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করান অটল

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হল দেশকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজকে নতুন দিশা দেওয়া।

পোখরানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করান অটল

1974 সালে প্রথমবার পারমানবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ভারত।

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হল দেশকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজকে নতুন দিশা দেওয়া। এই লক্ষ্যে পোখরান  পারমাণবিক অস্ত্র পরীক্ষাও করেছিলেন তিনি। সেটা  1998 সালের ঘটনা। তবে তার বেশ কয়েক বছর আগে 1974 সালে প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ভারত। ইন্দিরা সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানান বাজপেয়ী।     

fo6lfigo

 

1998 সালের এই ঘটনার প্রভাব পড়ে সারা বিশ্বজুড়ে। ভারতের সঙ্গে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ  করে আমেরিকা। একই পথে হাঁটে ইউরোপের কয়েকটি দেশ ও জাপান। সপ্তাহ দুয়েক বাদে একই  রকমের পরীক্ষা করে জবাব দেয় পাকিস্তান।     

তবে পরমানবিক অস্ত্রের দিক থেকে শক্তিধর হয়ে পাকিস্তানকে বার্তা দিলেও  সেদেশের সঙ্গে সমঝোতার রাস্তাও খুলে রেখেছিলেন অটল।

.