This Article is From Jan 29, 2020

রাজ্যের কয়েকটি প্রকল্পকে ‘‘কৌতূহলোদ্দীপক’’ বললেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।

রাজ্যের কয়েকটি প্রকল্পকে ‘‘কৌতূহলোদ্দীপক’’ বললেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প বেশ ‘‘কৌতূহলোদ্দীপক''। তিনি জানিয়েছেন, তিনি এই প্রকল্পগুলি সম্পর্কে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে রাজি হয়ে তি‌নি কাজ করবেন কিনা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিজিৎ। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত নির্মলাও একজন অর্থনীতিবিদ। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা দু'জনে রাজ্যের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

মুসলিমরা ভারত দখল করবে, এমন ভয় ভিত্তিহীন: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ সম্পর্কে বলতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা (রাজ্য সরকার) সুযোগ দিচ্ছে। আমি কাজের চেষ্টা করব, দেখা যাক কী হয়। এখানে সুযোগের কোনও অভাব নেই।''

তিনি আরও বলেন, ‘‘আমি আজ এখানে এসেছি রাজ্যের কয়েকটি কৌতূহলোদ্দীপক প্রকল্প সম্পর্কে রাজ্য সরকারের কাছ থেকে শুনতে। এবার আমি ফিরে গিয়ে এই বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষণ করব এবং আরও বোঝার চেষ্টা করব।''

‘‘একটা বিষয় যেটা উদ্বিগ্ন করছে...'': সিএএ প্রসঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার ‘‘বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য'' অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ২০১৯ সালে। 

.