This Article is From Feb 21, 2019

দিল্লির জাদুঘরে নিজামের হীরে! কোহিনুরের দ্বিগুণ এই হীরের দাম কত জানেন?

দিল্লির জাতীয় মিউজিয়ামে ১৮ শতক থেকে শুরু করে ২০ শতকের মধ্যবর্তী সময়ে হায়দরাবাদের নিজামের সময়কার জহরত ও গয়নার প্রদর্শনী চলছে। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এই হীরেটি, যার পোশাকি নাম ‘জ্যাকব’ মূল্য ৯০০ কোটি টাকা!

জ্যাকব হীরেটি দক্ষিণ আফ্রিকার কিম্বরলে হীরে খাদান থেকে বেরিয়ে এসেছে

হাইলাইটস

  • দিল্লির জাতীয় জাদুঘরে চলছে প্রদর্শনী
  • ৩৭ গ্রামের এই জ্যাকব হীরে কোহিনুরের আকারের দ্বিগুণ
  • কোহিনুর নীল হলেও, জ্যাকবের রঙ সাদা
নিউ দিল্লি:

কোহিনুর হীরে দেখার সৌভাগ্য কি আপনার হয়েছে কখনও? যদি না হয়ে থাকে তাহলে কুছ পরোয়া নেহি। কোহিনুরের থেকেও দ্বিগুণ আকারের হীরেই রয়েছে এই দেশে। সম্প্রতি দিল্লির জাতীয় মিউজিয়ামে (Delhi National Museum) চলছে সেই হীরেরই প্রদর্শনী। দিল্লির জাতীয় মিউজিয়ামে ১৮ শতক থেকে শুরু করে ২০ শতকের মধ্যবর্তী সময়ে হায়দরাবাদের নিজামের সময়কার জহরত ও গয়নার প্রদর্শনী চলছে। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এই হীরেটি, যার পোশাকি নাম ‘জ্যাকব' (Jacob Diamond) মূল্য ৯০০ কোটি টাকা! ৩৯.৫ মিলিমিটার লম্বা এবং ২৯.৫ মিলিমিটার প্রশস্ত এবং ২২.৫ মিলিমিটারের ঘেরের ৩৭ গ্রামের জ্যাকব হীরেটি কোহিনুরের থেকেও দ্বিগুণ আকারের। জাতীয় মিউজিয়ামের মহাপরিচালক ডাঃ বুধারশ্মি মণির মতে, “জ্যাকব ডায়মন্ডের মূল্য বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড, যার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা। কিন্তু এই হীরে বিক্রয়ের জন্য নয় একেবারেই।” 

ভাষা দিবস: আমার বোনেরও রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আন্দোলনের নেপথ্যের মেয়েদের গল্প

ডাঃ বুধারশ্মি মণি জানিয়েছেন, কোহিনুর ভারতের গোলকুন্ডা খনি থেকে বেরিয়েছিল। এই জ্যাকব হীরেটি দক্ষিণ আফ্রিকার কিম্বরলে হীরে খাদান থেকে বেরিয়ে এসেছে। কোহিনুরের রঙ নীল হলেও এই জ্যাকব হীরেটি সাদা রঙের। দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে চলা এই প্রদর্শনীতে এই অসাধারণ হীরেটির সঙ্গে ১৭৩ টি অন্য হীরে, জহরত এবং গয়নাও রয়েছে। যেমন ইরাকের বসরার মুক্তোর সাতনরী হার, নথ, আংটি, বাজুবন্ধ, চুড়ি এবং পাগড়িতে লাগানোর গহনা। রয়েছে হীরে ও পান্না বসানো কোমরবন্ধ, নবরত্ন পদক। অসামান্য এই সব গহনার সৌন্দর্য্যের কোনও তুলনাই নেই। 

ফেসবুকে কাশ্মীরিদের নিয়ে কথা বলার 'শাস্তি', ধর্ষণের হুমকি দেওয়া হল কলকাতার ছাত্রীকে

শুধু এই দেশিয় নয়, বিদেশি পর্যটকদেরও মন জয় করেছে এই মণি মাণিক্যের সম্ভার। গত বার ২০০৭ সালে এই জহরতের প্রদর্শনীর আয়োজন করা হয়। ১১ বছর পর ফের সাধারণ মানুষদের জন্য আয়োজন করা হল প্রদর্শনীর। ৫০ টাকার টিকিটের বিনিময়ে রোজই প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ ভিড় জমাচ্ছেন এই প্রদর্শনীতে। এই প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। একমাত্র সোমবার জাতীয় এই জাদুঘর (ন্যাশনাল মিউজিয়াম, জনপথ, নতুন দিল্লি) বন্ধ থাকে।

.