This Article is From Jun 23, 2018

নাওয়াজ শরীফের সাথে মতের অমিল হয়েছে রাগ নয়: নিসার আলী খান

34 বছর ধরে তিনি নাওয়াজ শরীফের বোঝা বহন করছেন, এবং সেই জন্য খোদ প্রধানমন্ত্রীও তার কাছে ছিলেন ঋণী।   

নাওয়াজ শরীফের সাথে মতের অমিল হয়েছে রাগ নয়: নিসার আলী খান

নিসার শেষে জানান, 34 বছর ধরে তিনি নাওয়াজ শরীফের বোঝা বহন করছেন

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান শুক্রবার বলেছেন যে তিনি কোনোভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের রেগে নেই, তাদের মধ্যে শুধুই ছিল কিছু মতের অমিল।

ডন পত্রিকাকে তিনি জানিয়েছেন, তিনি নাওয়াজ লীগের কথা নয় বরং নাওয়াজ শরীফের কথা বলছেন।
এবং আরো জানান, "তিনি নাওয়াজ শরীফের মেয়েকে নিয়েও কিছু বলছেন না"

তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পিএমএল-এন কর্মী ও নেতাদের সাথে যথেষ্ট যুক্ত ছিলেন আর জানান, হয়তো তিনি ভুল হতে পারেন তবুও তার সাথে একটা মতের পার্থক্য ছিল নাওয়াজ শরীফের।

পিএমএল-এন নেতা নাওয়াজ শরীফের নিজের কর্মক্ষমতা নিয়ে চ্যালেঞ্জ তোলার পর থেকে এই বিবাদ লেগে যায় বলে খবর পাওয়া যায়।

19শে জুন তিনি জানান নাওয়াজ শরীফের নব্বইয়ের দশকেও পার্টি চালানোর ক্ষমতা ছিল না, তবুও অন্য বড় নাম না থাকার ফলেই নাওয়াজ সেই জায়গা লাভ করে ফেলে।

নিসার শেষে জানান, 34 বছর ধরে তিনি নাওয়াজ শরীফের বোঝা বহন করছেন, এবং সেই জন্য খোদ প্রধানমন্ত্রীও তার কাছে ছিলেন ঋণী।   

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.