This Article is From Sep 04, 2019

হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ওম প্রকাশ মিশ্র

হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ওম প্রকাশ মিশ্র
কলকাতা:

কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগদান করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, নয়া দলে যোগদান করেই দাবি করলেন, তৃণমূলই একমাত্র দল, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে। তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় আসেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সদ্য দলে যোগ দেওয়া ওমপ্রকাশ মিশ্রকে শিক্ষক সংগঠনের ইনচার্জ করা হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া ওম প্রকাশ মিশ্র বলেন, “আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলই একমাত্র পশ্চিমবঙ্গে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, সেই জন্যই আমি তৃণমূলে যোগ দিলাম”।

২০১৯ লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পরেই, প্রদেশ কংগ্রেসের সহসভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০১৪  লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস ৪টি আসন পেলেও, এবার তারা পেয়েছে  মাত্র ২টি আসন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.