This Article is From Jul 01, 2019

আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের নতুন সময় সারণী, কোন কোন ট্রেনের সময় বদলালো জেনে নিন

Indian Railway New Time Table: রেলওয়ে সংস্থা ১৪৮ টি ট্রেনের প্রস্থান সময় বদল করেছে, অন্যদিকে ৯৩ টি ট্রেনের প্রস্থান সময় এগিয়ে দিয়েছে

আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের নতুন সময় সারণী, কোন কোন ট্রেনের সময় বদলালো জেনে নিন

Indian Railway New Time Table: প্রতীকাত্মক ছবি

নিউ দিল্লি:

গতকাল রবিবারই রেল সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যে আগামী কাল অর্থাৎ আজ ১ জুলাই (1st July) থেকে রেলের নতুন সময় সারণী (Railway time table) প্রযোজ্য হতে চলেছে।  উত্তর রেলওয়ে ২৬৭ টি ট্রেনের সময় বদল করেছে।  আজ থেকে প্রযোজ্য হচ্ছে নতুন সময় সারণী (new time table)। ভারতীয় রেলওয়ে (Indian Railway) নতুন দিল্লি-চন্ডিগড়-নতুন দিল্লি এবং নতুন দিল্লি-লখনৌ-নতুন দিল্লি গামী দুটি নতুন দ্রুতগতি সম্পন্ন এক্সপ্রেস ট্রেনের শুরু করছে।  চারটি ট্রেনের গন্তব্য প্রসারিত করা হয়েছে। এখন থেকে দেরাদুন-নতুন দিল্লি নন্দা দেবী এক্সপ্রেস কোটা জংশন পর্যন্ত এবং আলীগড় মুরাদাবাদ প্যাসেঞ্জার গজরৌলা পর্যন্ত যাবে। রেলওয়ে সংস্থা ১৪৮ টি ট্রেনের প্রস্থান সময় বদল করেছে, অন্যদিকে ৯৩ টি ট্রেনের প্রস্থান সময় এগিয়ে দিয়েছে।

প্রতি বছর নিয়মিত এন্টারসিটি এবং দূরগামী ট্রেনের যাত্রীদের সাথে সাথে দেশ ও বিদেশের পর্যটকদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে রেল মন্ত্রালয় এই সময় সারণী জারি করে। এতে ভারতীয় রেলওয়ে বিভাগ দ্বারা সঞ্চালিত সমস্ত মেল / এক্সপ্রেস ট্রেন গুলির সময়, কোন কোন স্টেশনে তা দাঁড়াবে, কবে কবে উক্ত ট্রেনের সেবা পাওয়া যাবে, কত কিলোমিটার পথ অতিক্রম করবে, পেন্ট্রি কারের সুবিধা আছে কি নেই, সেই সমস্ত তথ্য দেওয়া হয়ে থাকে। যদিও সারণীতে শুধুমাত্র কোন কোন গুরুত্বপূর্ণ স্টেশানে ট্রেনটি দাঁড়াবে তার উল্লেখ থাকে। একটা কথা মাথায় রাখবেন এতে প্যাসেঞ্জার ট্রেন সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয় না।  এর জন্য জোনাল রেলওয়ে টাইম টেবিল দেখতে হবে। 

.