This Article is From Jul 20, 2019

নয়া রাজ্যপাল নিয়োগ: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনখার

প্রশাসনিক রদবদল, পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল নিয়োগের পাশাপাশি দুই রাজ্যপালের মধ্যে অদলবদল, রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর

নয়া রাজ্যপাল নিয়োগ: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনখার

নয়া রাজ্যপাল নিয়োগ: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনখার, উত্তরপ্রদেশে আনন্দিবেন প্যাটেল

নয়া দিল্লি:

শনিবার সকালে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল দেখা গেল। কেন্দ্রীয় সরকারের তরফে বদলি করা হয় দুই রাজ্যের রাজ্যপালকে। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে নিয়োগ করা হল নতুন রাজ্যপালও (governor)।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, বদলানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor)। কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় নয়া রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল বিশিষ্ট আইনজীবী তথা জনতা দলের প্রাক্তন বিধায়ক জগদীপ ধনখারকে (Jagdeep Dhankhar) ।

"আমাদের আটক করা হয়েছে": বারাণসী বিমানবন্দর থেকে ভিডিও বার্তা ডেরেক ও'ব্রায়েনের

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর নয়া রাজ্যপাল নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। সেখানে নয়া রাজ্যপাল হচ্ছেন রমেশ ব্যাস (Ramesh Bais)।

 পাশাপাশি নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি।

অন্যদিকে,  উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের বদলে সেখানকার প্রশাসনিক প্রধান অর্থাৎ নয়া রাজ্যপাল করা হল মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলকে (Anandiben Patel)। আনন্দিবেনের জায়গায় মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন বিহারে রাজ্যপালের দায়িত্ব সামলানো লালজি ট্যান্ডন( Lalji Tandon)।

২০২২-এর মধ্যে সব মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হবেই: রাজ্য সরকারকে আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের

এদিকে বিহারের রাজ্যপাল লালজি ট্য়ান্ডনকে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে বদলি করার পর নীতিশ কুমারের রাজ্যের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.