Breaking News: এনডিএ কারও সম্পত্তি নয়, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের
Breaking News
এনডিএ কারও সম্পত্তি নয়, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের

এনডিএ কারও সম্পত্তি নয়। এনডিটিভিকে একথাই জানালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। একই সঙ্গে  রাফাল যুদ্ধ বিমান প্রসঙ্গে বিজেপিকে কড়া আক্রমণও করলেন তিনি।

 তবে এটাও জানিয়ে দিলেন শিবসেনা এনডিএ-তেই থাকছে, কারণ এনডিএ কোনও একটি বিশেষ দলের সম্পত্তি নয়।

এনডিটিভিকে শিবসেনার এই মুখপাত্র বলেন, "এখন যাঁদের নেতৃত্বে বিজেপি চলছে তাঁরা  এনডিএ তৈরির সময় ছিলেন না।  "।

এরপর রাওয়াত বলেন, অপরাধ না করে থাকলে যৌথ সংসদীয় কমিটি নিয়ে সরকারের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

 একই সঙ্গে  তাঁর  মনে  হয় রাফাল দেশের নিরাপত্তার সঙ্গে  জড়িত বিষয়। আর তা নিয়ে  প্রশ্ন তোলা  অন্যায় নয়।

টুইট করে মোদীর উদ্দেশে চারটি প্রশ্ন রাখলেন রাহুল

 

একথা বলে রাউত দাবি করেন রাফালের মতো আগুস্তা হেলিকপ্টার কাণ্ডেও তাঁরা  তদন্ত চান।

এ পর্যন্ত বলে রাম মন্দির প্রসঙ্গ তোলেন রাউত। এমনিতেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে শিবসেনা। দলের মুখপত্র সামনাতেও আজ এ নিয়ে  প্রশ্ন তোলা  হয়েছে। তাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম  উল্লেখ করা বলা হয়েছে তিনি রাম মন্দিরের কথা বলে ক্ষমতায় এসেছিলেন। সে কথার রেশ ধরেই শিবসেনার মুখপাত্র বলেন আমরা  অনেক দিন ধরে রামের নামে ভোট চাইছি। এবার সেই প্রত্যাশা পূরণ করা উচিত।

 ডিস্ক্লেইমারঃ রাফালে কভারেজের জন্য এনডিটিভির  বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মামলা করেছে অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। 

 

                    

This is a breaking news story. Details will be added soon. Please refresh the page for latest version.

.