This Article is From Sep 22, 2018

মঙ্গলাভিযানের জন্য NASA ছাড়ছে নতুন রোভার, শুরু হল নাম দেওয়ার প্রতিযোগিতা

নাসা ফের একটি রোভার ছাড়বে মঙ্গলগ্রহে। সেই রোভারের নামকরণের জন্য পড়ুয়াদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে তারা। 

মঙ্গলাভিযানের জন্য NASA ছাড়ছে নতুন রোভার, শুরু হল নাম দেওয়ার প্রতিযোগিতা

2020 সালের  জুলাই বা অগস্ট মাসে ফ্লোরিডা থেকে নাসা ছাড়তে চলেছে ওই নতুন রোভারটি।

ওয়াশিংটন:

নাসা (NASA) ফের একটি রোভার ছাড়বে মঙ্গলগ্রহে। সেই রোভারের নামকরণের জন্য পড়ুয়াদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে তারা। এই প্রতিযোগিতার সহযোগীর সন্ধানে চলছে এখন জোরকদমে। 2019'র শিক্ষাবর্ষের মধ্যেই  2020 সালের মঙ্গলাভিযানের জন্য প্রস্তুত রোভারটির নাম ঠিক করে দিতে হবে। 2020 সালের ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলাভিযানে লাল গ্রহে জীবনের চিহ্ন খুঁজে বেড়াবে রোভারটি। যে কোনও ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেশন নাসার ওই প্রতিযোগিতাতে স্পনসরশিপের জন্য আবেদন জমা করতে পারবে। গত শুক্রবার একটি বিবৃতি দিয়ে নাসা জানায়, আগামী  9 অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তাব বা আবেদন নাসার কাছে জমা পড়তে হবে।

"1997 সালে মঙ্গলে প্রথম রোভার পাঠানোর সময়টি থেকেই এই নামকরণের প্রতিযোগিতা আমরা চালিয়ে যাচ্ছি", ওয়াশিংটনে নাসা সদর দফতরে দাঁড়িয়ে এ কথা বলেন সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহকারী প্রশাসক টমাস জুরবুচেন।

2020 সালের জুলাই বা অগস্ট মাসে ফ্লোরিডা থেকে নাসা ছাড়তে চলেছে ওই নতুন রোভারটি।

.