This Article is From Nov 14, 2018

সিঙ্গাপুরে মোদীর সঙ্গে বৈঠক হল মার্কিন উপ রাষ্ট্রপতির, দশটি তথ্য

সিঙ্গাপুরে পূর্ব এশিয়া সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্সের বৈঠক করলেন।

সিঙ্গাপুরে  মোদীর সঙ্গে বৈঠক হল মার্কিন উপ রাষ্ট্রপতির, দশটি তথ্য

প্রজাতন্ত্র দিবসের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে পারবেন না মার্কিন রাষ্ট্রপতি

হাইলাইটস

  • ধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্সের বৈঠক কর
  • দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে
  • আজ সকালেই সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী
Singapore: দুজনের মধ্যে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সকালেই সিঙ্গাপুর পৌঁছেছেন মোদী। মার্কিন উপ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে।

১০টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে মোদীর  বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ  আগে ওয়াশিংটন জানিয়েছে ভারতে প্রজাতন্ত্র দিবসের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে পারবেন না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
     

  2. ইন্দো-প্যাসিফিক রিজিয়নে চিন প্রভাব তৈরির চেষ্টা  করছে। তার মোকাবিলায় কী  করা  যায় তা নিয়েই কথা হয়েছে দুজনের মধ্যে।
     

  3. দিনের শুরুতে সিঙ্গাপুরের ফ্রেঞ্চ সামিটে অংশ নেন মোদী। সেখানে উপস্থিত  হয় শিল্পপতিদের ভারতে  বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর আগে এবার আর কোনও রাষ্ট্র প্রধান সম্মেলনে  বক্তব্য পেশ করনেনি।
     

  4. মোদী বলেন দেশের সমস্ত নাগরিক-ই এখন অর্থ ব্যবস্থার মূল ধারার সঙ্গে  যুক্ত  হতে  পেরেছেন।  1.2 বিলিয়ন আধার কার্ড তৈরি হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাইন্ট থেকে শুরু করে  মোবাইল পরিষেবার  পরিধিও বাড়ছে।
     

  5. সম্মেলনে  যোগ দিতে  যাওয়ার আগে মোদী বলেন এশিয়ারএই অংশের মানুষের  প্রতি  দায়বদ্ধতা আরও একবার বোঝাতেই কর্মসূচিতে যোগ দিচ্ছে  ভারত।
     

  6. সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে  কথা  বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
     

  7. ভারতের সঙ্গে যৌথ্য উদ্যোগে ব্যবসা করা সিঙ্গাপুরের সংস্থাগুলির সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী।
     

  8. ভারতের সঙ্গে পূর্ব এশিয়ার দেশ গুলির মিলিত বাণিজ্যের পরিমাণ 2017 সালে  ছিল 81.33 বিলিয়ন। ভারতের  রপ্তানির মধ্যে 11.28 শতাংশই এই দেশ গুলিতে হয়।
     

  9. গত জানুয়ারি মাসে ভারতে এই সম্মেলনের আসর বসেছিল।
     

  10. ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড থেকে শুরু করে 10টি দেশকে নিয়ে হয় এই সম্মেলন।


 



Post a comment
.