This Article is From Oct 23, 2019

নিজের স্কুটারে চড়িয়ে মাকে তীর্থযাত্রায় নিয়ে গেলেন এক ব্যক্তি!

"আমি ওনাকে একটি Mahindra KUV 100 NXT উপহার দিতে চাই যাতে উনি ওনার মাকে পরবর্তী তীর্থযাত্রায় ওই গাড়িতে নিয়ে যেতে পারেন" জানান আনন্দ মাহিন্দ্রা

নিজের স্কুটারে চড়িয়ে মাকে তীর্থযাত্রায় নিয়ে গেলেন এক ব্যক্তি!

স্কুটারের পিছনে মাকে বসিয়ে তীর্থভ্রমণ করানোর জন্যে নিজের চাকরিও ছেড়ে দেন D Krishna Kumar

আজ আমরা এক ছেলের গল্প বলবো, যিনি মায়ের শখ পূরণ করলেন নিজের সীমিত সাধ্যের মাধ্যমেই। মাইসুরুর এক ব্যক্তি (D Krishna Kumar) তাঁর ৭০ বছর বয়সী মাকে নিজের স্কুটারের (Scooter) পিছনে বসিয়ে ৪৮,১০০ কিলোমিটার পথ পেরিয়ে নিয়ে গেলেন মায়ের পছন্দের তীর্থস্থানে। ওই ব্যক্তির এই আজব তীর্থযাত্রার খবর ভাইরাল হয় ইন্টারনেটে। সেখান থেকে ঘটনাটি জানতে পারেন বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সহ অন্যান্যরা। ডি কৃষ্ণ কুমার নামে মাইসুরুর ওই ব্যক্তির মাকে স্কুটারে নিয়ে ঘোরানোর অবিশ্বাস্য গল্পটি আজ (বুধবার) সকালে টুইটারে শেয়ার করেছিলেন নান্দি ফাউন্ডেশনের সিইও মনোজ কুমার ।

মনোজ কুমারের শেয়ার করা ভিডিও অনুসারে, ডি কৃষ্ণ কুমার ২০ বছরের পুরনো বাজাজ চেতক স্কুটারে করে নিজের মায়ের সঙ্গে তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন। এমনকী এই ভ্রমণের জন্য চাকরি ছেড়ে দেন তিনি। কারণ? তাঁর মা কর্ণাটকের মাইসুরুতে একা থাকতেন এবং একদিন তাঁকে কথায় কথায় বলেন যে তাঁর হাম্পিতে যেতে ইচ্ছে হচ্ছে। মায়ের কথা শোনার পরেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ডি কৃষ্ণ কুমার। 

"যৌথ পরিবার ব্যবস্থাতে আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের ভূমিকা রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল" নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন ডি কৃষ্ণ কুমার। "আমি স্থির করেছিলাম যে আমার মাকে তাঁর একমাত্র পুত্র হিসাবে কিছু ভাল সময় উপহার দেওয়া উচিত, তিনি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছেন তার জন্য এইটুকু অন্ততঃ মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী তিনি", বলেন ওই ব্যক্তি। আর যেমন ভাবা তেমন কাজ। তারপরেই নিজের চাকরি ছেড়ে দিয়ে মাকে স্কুটারে বসিয়েই এক অভিনব তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন মাইসুরুর ওই ব্যক্তি। উড়িষ্যা পোস্টের মতে, কৃষ্ণ কুমার মায়ের সঙ্গে স্কুটারে করে সাত মাস ধরে তীর্থ ভ্রমণ করেছেন।

শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন সারা আলি খান, ইনস্টাগ্রামে তাঁর ছবির উষ্ণতা মন কাড়ছে

ডি কৃষ্ণ কুমার এবং তাঁর মায়ের মর্মস্পর্শী এই গল্পটি আনন্দ মাহিন্দ্রার দৃষ্টি আকর্ষণ করে, তিনি কুমারকে একটি গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিয়ে টুইট করেন।

"একটি সুন্দর গল্প। মায়ের প্রতি ভালবাসার কথা, পাশাপাশি দেশের প্রতি ভালবাসার কথাও আছে  এতে...", লেখেন মাহিন্দ্রা। "আপনি যদি তাঁর সঙ্গে আমার একবার যোগাযোগ করিয়ে দিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে তাঁকে একটি Mahindra KUV 100 NXT উপহার দিতে চাই যাতে উনি ওনার মাকে পরবর্তী তীর্থযাত্রায় ওই গাড়িতে নিয়ে যেতে পারেন" জানান আনন্দ মাহিন্দ্রা

আনন্দ মাহিন্দ্রার পোস্টটিও মাইক্রোব্লগিং ওয়েবসাইটে ব্যাপক প্রশংসা লাভ করে, কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ৪,০০০ 'লাইক' সংগ্রহ করে।

৪৬-এ পা মালাইকার! প্রেমিক অর্জুন কাপুর সহ তারকাদের নিয়ে মাতলেন হুল্লোড় পার্টিতে

এর আগে গত সেপ্টেম্বরে কোয়েম্বাটুরের এক মহিলার গল্প শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা। কেবল এক টাকার বিনিময়ে ইডলি রান্না করে বিক্রি করতেন ওই মহিলা। মাহিন্দ্রার টুইটের জেরে ঘটনা ভাইরাল হওয়ায় প্রচুর মানুষ ওই মহিলাকে সাহায্য করতে চান বলে জানা যায়।

Click for more trending news


.