This Article is From Aug 27, 2018

108 তম জন্ম দিবসে মাদার টেরিজাকে শ্রদ্ধা জানালেন মমতা ব্যানার্জি

মাদার অনাথ, দুস্থ ও দরিদ্রদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, গত বছর সেপ্টেম্বর মাসে মাদার টেরিজাকে সেন্ট টেরিজা বলে ঘোষণা করা হয়

108 তম জন্ম দিবসে মাদার টেরিজাকে শ্রদ্ধা জানালেন মমতা ব্যানার্জি

''আপনি যেখানেই গেছেন সেখানেই ভালোবাসার পরশ ছড়িয়ে এসেছেন।'' মমতা ব্যানার্জি টুইট করেছেন। (ফাইল)

কলকাতা:

গতকাল মাদার টেরিজার 108 তম জন্ম জয়ন্তীতে, মাদারকে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকে স্মরণ করে তাঁর স্মৃতির উদ্দেশ্যে তিনি টুইট করে জানিয়েছেন, ''আপনি যেখানেই গেছেন সেখানেই ভালোবাসার পরশ ছড়িয়ে এসেছেন। আপনার সান্নিধ্যে আসা প্রতিটা মানুষ আনন্দ উপভোগ করেছে। আজ মাদারের জন্মদিনে তাঁকে ভীষণ ভাবে মনে পড়ছে।'' 

মাদার অনাথ, দুস্থ ও দরিদ্রদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, গত বছর সেপ্টেম্বর মাসে মাদার টেরিজাকে সেন্ট টেরিজা বলে ঘোষণা করা হয়। 

1979 সালে তিনি নবেল পুরস্কার লাভ করেছিলেন। 

গতকাল মাদারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য দেশ-বিদেশ থেকে বহু লোকের আগমন ঘটেছিল। মাদারের ভবন মিশনারি অফ চ্যারিটি-তে তাঁর স্মৃতির উদ্দেশ্যে জমায়েত হওয়া ব্যক্তিরা তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।  
 

4tpqs5j8

কলকাতায় মাদারের ভবনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

তাঁর আশ্রয়ে থাকা অনাথ শিশু সহ , বহু সিস্টার ও সাধারণ মানুষেরাও কাল তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছিলেন। trmrvq6g

মাদারের 108 তম জন্ম জয়ন্তীতে জমায়েত হওয়া সিস্টাররা 

1910 সালের 26 শে আগস্ট ম্যাসেডোনিয়ার স্কোপজে তাঁর জন্ম হয়েছিল। 1997 সালের 5 সেপ্টেম্বর তিনি এই পৃথিবী ত্যাগ করে অনন্ত ধামে গমন করেন।  তিনি কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 86 বছর।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.