This Article is From Jan 18, 2019

হাওড়ার বাড়িতে আনা হল বিএসএফের মৃত জওয়ান বিনয়প্রসাদের দেহ

গুলি লাগার পর গুরুতর আহত হন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় সাতওয়ারির মিলিটারি হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাওড়ার বাড়িতে আনা হল বিএসএফের মৃত জওয়ান বিনয়প্রসাদের দেহ

ছবি প্রতীকী।

কলকাতা:

জম্মু ও কাশ্মীরে স্নাইপারের গুলিতে প্রাণ হারানো বিএসএফের সহকারি কম্যান্ডার বিনয় প্রসাদের দেহাবশেষ বৃহস্পতিবার তাঁর হাওড়ার বাড়িতে নিয়ে আসা হল। 'ভারতমাতা কি জয়', বিনয়প্রসাদ অমর রহে' ইত্যাদি ধ্বনি দিতে আরম্ভ করেন তাঁর বন্ধু ও প্রতিবেশিরা। ওইভাবেই তাঁদের বিনয়প্রসাদকে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। তাঁর কফিনটি মুড়ে রাখা ছিল তেরঙাতে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফের পদস্থ কর্তারা বিনয়প্রসাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলবার কাঠুয়ার হিরানগর-সাম্বা সেক্টরে সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ গুলি লাগে তাঁর।

মঞ্চ প্রস্তুত, ১৯ জানুয়ারির জন্য প্রহর গুনছে দেশের রাজনৈতিকমহল

গুলি লাগার পর গুরুতর আহত হন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় সাতওয়ারির মিলিটারি হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.