This Article is From Nov 02, 2019

আবারও চন্দ্রাভিযান? ইসরো চেয়ারম্যান কে শিবন জানালেন নতুন পরিকল্পনার কথা

Chandrayaan 2: তিনি দাবি করেন, ইসরো সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে চাঁদে সফট ল্যান্ডিং করবে।

আবারও চন্দ্রাভিযান? ইসরো চেয়ারম্যান কে শিবন জানালেন নতুন পরিকল্পনার কথা

ইসরো চেয়ারম্যান কে শিবন জানালেন ইসরোর আগামী পরিকল্পনার কথা।

নয়াদিল্লি:

চন্দ্রযান ২-এর (Chandrayaan 2) গল্প শেষ হচ্ছে না। অদূর ভবিষ্যতে আবারও চাঁদে সফট ল্যান্ডিং করার প্রচেষ্টা করবে ইসরো। ইসরোর চেয়ারম্যান কে শিবন (ISRO Chief K Sivan) একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাসে বেশ কিছু আধুনিক প্রযুক্তির উপগ্রহ লঞ্চ করা হবে। আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘‘আপনারা সকলেই চন্দ্রযান ২ মিশন সম্পর্কে জানেন। টেকনোলজির দিক দিয়ে বলতে গেলে আমরা সফট ল্যান্ডিং করতে পারিনি। কিন্তু সমস্ত সিস্টেম চন্দ্রপৃষ্ঠের ৩০০ মিটার উপর পর্যন্ত সমস্ত কাজ করেছে। সব কিছু ঠিক করে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।''

তিনি দাবি করেন, ইসরো সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে চাঁদে সফট ল্যান্ডিং করবে।

বিজেপির মতো মিসড কল দিয়ে নয়, সদস্য বাড়াতে নতুন অ্যাপ আনছে কংগ্রেস

তিনি বলেন, ‘‘চন্দ্রযান ২-তেই গল্প শেষ হচ্ছে না। আমাদের পরিকল্পনা রয়েছে আদিত্য এল১ সোলার মিশন, মহাকাশে মানুষ পাঠানোর। আগামী কয়েক মাসে বেশ কিছু আধুনিক প্রযুক্তির উপগ্রহ লঞ্চ করা হবে। এসএসএলভি আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যাত্রা শুরু করবে। ২০০ টন সেমি-ক্রায়ো ইঞ্জিনের পরীক্ষাও শিগগিরি করা হবে। মোবাইল ফোনে এনএভিআইসি সিগন্যাল নিয়েও বিশেষ গবেষণা করতে চলেছে ইসরো। এর ফলে আগামী দিনে সামাজিক পরিষেবার অ্যাপের সংখ্যা বাড়ানোর পথ খুলে যাবে।''

এদিন বক্তব্য রাখার সময় ইসরোর চেয়ারম্যান বলেন, পড়ুয়াদের বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের কেরিয়ার বেছে নিতে হবে।

দিল্লির দূষণে উদ্বিগ্ন জার্মান চান্সেলর, দিলেন দূষণমুক্তির পরামর্শ

তিনি বলেন, ‘‘মাথায় রেখো, জীবন একটাই। এবং বহু কেরিয়ার অপশন রয়েছে। তোমাকে নিজের প্যাশন এবং স্বাভাবিক দক্ষতাটা কীসে রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এবং সেই অনুযায়ী নিজের কেরিয়ারের পরিকল্পনা করতে হবে। এমন এক ক্ষেত্র বেছে নাও যা তোমার প্যাশন ও আগ্রহকেই প্রতিফলিত করবে। টাকার জন্য কোনও কেরিয়ার বেছে নেওয়ার চাইতে, নিজের খুশির জন্য সেটা বেছে নেওয়াই শ্রেয়।''

তবে কেবল প্যাশনই একমাত্র নয়, সেকথাও মনে করিয়ে দেন তিনি। জানান, প্রতিভা ও যোগ্যতারও দরকার। তিনি জানান, ‘‘তোমার হয়তো মিউজিক ও ক্রিকেট, দুইয়েই খুব প্যাশন রয়েছে। কিন্তু তোমার কী ততটা প্রতিভা আছে যে মিউজিকও ক্রিকেটের মতো এই অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার?''

সফল কেরিয়ারের জন্য টপার হওয়া কিংবা বিরাট জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই, সেকথাও জানিয়ে দেন তিনি।

.