This Article is From Feb 24, 2019

ফিরবে না শীত, অকাল বর্ষণে কমবে তাপমাত্রা

এ মরসুমে শীত ফেরার আর কোনও সম্ভবনা নেই। কিন্তু অল্প  কয়েকদিনের জন্য হলেও তাপমাত্রা কমার একটা  সম্ভবনা দেখা  দিয়েছে।

ফিরবে না শীত, অকাল বর্ষণে কমবে তাপমাত্রা

পুজোর সেই পরিস্থিতি বজায় ছিল শীত আসার  সময়েও।

হাইলাইটস

  • ফিরবে না শীত, অকাল বর্ষণে কমবে তাপমাত্রা
  • কয়েকদিনের জন্য হলেও তাপমাত্রা কমার একটা সম্ভবনা দেখা দিয়েছে
  • সোমবার থেকে আগামী তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা
কলকাতা:

এ মরসুমে শীত ফেরার আর কোনও সম্ভবনা নেই। কিন্তু অল্প  কয়েকদিনের জন্য হলেও তাপমাত্রা কমার একটা  সম্ভবনা দেখা  দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে আগামী তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া  হয়নি। ঝাড়খণ্ড-উপকূলে  পশ্চিমি ঝঞ্ঝা তৈরি  হওয়াতেই  বৃষ্টির সম্ভবনা  দেখা  দিয়েছে। আর বৃষ্টির জেরে তাপমাত্রাও নামতে পারে বলে মনে করছে  আবহাওয়া দপ্তর। শীত আসার আগেও কিছুটা বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। এবার শীত  বিদায় নেওয়ার সময়ও একই রকমের সম্ভবনা দেখা  দিয়েছে।                   

বাংলাদেশ থেকে দুবাই যাওয়া বিমান ছিনতাইয়ের চেষ্টা: রিপোর্ট

বৃষ্টির সম্ভবনা ছিল পুজোর সময়ও। দেবীর বোধনের দু'দিন আগে আবহাওয়া দপ্তর জানায় পুজোয় বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের  ঘূর্ণিঝড় তিতলির জন্যই বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছিল । ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ার পর সেটি নিম্নচাপের আকারে এ রাজ্যের দিকে আসতে  শুরু করে। পুজোর সেই পরিস্থিতি বজায় ছিল শীত আসার  সময়েও। এবার শীতের শেষটাও সেভাবেই হচ্ছে।                        

 

.