This Article is From Jun 28, 2019

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ, খতম এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ, খতম এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি হানা।

হাইলাইটস

  • জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইতে এক জঙ্গির মৃত্যু
  • ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
  • জম্মু ও কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি হানা

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বদগাম (Budgam) জেলায় জঙ্গিদের (Militant) সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মধ্য কাশ্মীরের বদগাম জেলার ক্রালপোরা চেকপোরা অঞ্চলে তল্লাশি চালানোর সময়ে ওই সংঘর্ষ হয় বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। তিনি জানান, ওই তল্লাশি অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকাই গুলি চালাতে শুরু করে তল্লাশি দলের উপরে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। আর সেই লড়াইতেই মৃত্যু হয় ওই জঙ্গির। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

‘‘সন্ত্রাসবাদ মানবতার সবথেকে বড় বিপদ'': BRICS নেতাদের সঙ্গে বৈঠকে জানালেন মোদি- ১০টি তথ্য

শুক্রবার নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকতে পারে, এই সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত জঙ্গিরা গুলি চালাতে থাকে নিরাপত্তা বাহিনীর উপরে। বাহিনীর তরফে পাল্টা উত্তর দিলে সংঘর্ষ শুরু হয়। মৃত এক জঙ্গি। ঘটনাস্থল থেকে ওই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মুখপাত্র জানিয়েছেন, এই অপারেশন ছিল পরিচ্ছন্ন। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

গুড়াপে “জয় শ্রীরাম” স্লোগানকে কেন্দ্র করে ধুন্ধুমার, পুলিশের গুলি, আহত ১

জম্মু ও কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি হানা। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় একটি আত্মঘাতী হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গি দল জৈশ-ই-মহম্মদ। সিআরপিএফ জওয়ানদের একটি কনভয়ে হামলা চালানো হয়। শহিদ হন ৪০ জন সেনা। ভারতীয় বায়ুসেনাও পাকিস্তানের সীমান্তে ঢুকে জৈশ-ই-মহম্মদের বালাকোটের ঘাঁটিতে হানা দেয়। গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি ঘটনায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কর্মীর মৃত্যু ঘটেছে।

.