This Article is From Jul 21, 2018

শহীদ দিবসের সমাবেশ, মমতার ডাক 'ধর্মতলা চলো'- Live Updates

1993 সালে যুব কংগ্রেসের তেরোজন সদস্যের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে স্মরণ করে প্রত্যেক বছরই এই দিনটি পালন করেন তৎকালীন কংগ্রেস নেত্রী, অধুনা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

শহীদ দিবসের সমাবেশ, মমতার ডাক 'ধর্মতলা চলো'- Live Updates

শহীদ দিবসে তৃণমূলের সমাবেশ নিয়ে মমতার টুইট।

নিউ দিল্লি:

আজ শহীদ দিবস। 1993 সালে যুব কংগ্রেসের তেরোজন সদস্যের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে স্মরণ করে প্রত্যেক বছরই এই দিনটি পালন করেন তৎকালীন কংগ্রেস নেত্রী, অধুনা তৃণমূল কংগ্রেস প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের শহীদ দিবসের মঞ্চকে আগামী লোকসভা নির্বাচনে দলের কৌশল ঠিক করার জন্য ব্যবহার করা হবে।

<“আগামীকাল আগামী লোকসভা নির্বাচনের কর্মসূচী নিয়ে আমাদের নেত্রী আমাদের নির্দেশ দেবেন। এই সমাবেশের মাধ্যমে নরেন্দ্র মোদীর মেদিনীপুরের সভারও জবাব দেওয়া যাবে”, বলেন এক বর্ষীয়ান তৃণমূল নেতা।

 

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে হওয়া শহীদ দিবসের এই সমাবেশের রাজনৈতিকভাবেও প্রবল গুরুত্ব আছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

 

শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই নয়, আজকের সমাবেশে একাধিক কংগ্রেস বিধায়ক এবং অন্যান্য দলেরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার আসার কথা রয়েছে।

“একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা 2019 সালে কেন্দ্র থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ার শপথ নেব। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতে আমরা একজোট হয়ে লড়ব। 2019 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল কর্মযজ্ঞকে প্রত্যক্ষ করতে পারবে গোটা দেশ”,  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই কথা বলেন।

গতকাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতা এসপ্ল্যানেডে সমাবেশের মঞ্চের কাছে গিয়ে সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না, তা খতিয়ে দেখে এসেছেন।

শহীদ দিবসের লাইভ আপডেট রইল এখানে:-

Jul 21, 2018 13:59 (IST)
Jul 21, 2018 13:58 (IST)
মঞ্চ থেকে জয়ধ্বনি চলছে তৃণমূলের নামে।
Jul 21, 2018 13:57 (IST)
মঞ্চে রয়েছেন মমতা-সহ সব তৃণমূল নেতা এবং টালিগঞ্জের নায়ক-নায়িকরা
Jul 21, 2018 13:56 (IST)
মঞ্চ থেকে 'জয় হিন্দ' ও 'বন্দেমাতরম' ধ্বনি।
Jul 21, 2018 13:54 (IST)
মঞ্চে শুরু হল জাতীয়সঙ্গীত।
Jul 21, 2018 13:53 (IST)
জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তুতি চলছে মঞ্চে।
Jul 21, 2018 13:51 (IST)
প্রশাসন ও মিডিয়াকে ধন্যবাদ জানালেন মমতা
Jul 21, 2018 13:49 (IST)
বিয়াল্লিশে বিয়াল্লিশের ডাক মমতার।
Jul 21, 2018 13:48 (IST)
রাজ্যসভার প্রাক্তন সাংসদ চন্দন মিত্র, প্রাক্তন সিপিএম সাংসদ মইনুল হাসান, কংগ্রেসের সাবিনা ইয়াসমিন এবং মিজোরামের অ্যাডভোকেট-জেনারেল বিশ্বজিৎ দেব আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
Jul 21, 2018 13:46 (IST)
 "গোটা দেশে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে প্রতিদিন, তাতে এটুকু স্পষ্ট যে, সাধারণ মানুষের মধ্যেই তালিবানদের তৈরি করছে ওরা। বিজেপি এবং আরএসএসে অনেক ভালো মানুষই আছেন। তাঁদের আমি সম্মান করি। কিন্তু ওদের দলের অধিকাংশই নোংরা খেলায় লিপ্ত", মমতাকে উদ্ধৃত করে জানায় সংবাদসংস্থা এএনআই
Jul 21, 2018 13:42 (IST)
"2019 সালের লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে আমরা একা লড়ব। আমরা দিল্লিতে ওদের সাহায্য করব ঠিকই, তবে এই বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগামী বছরের একুশে জুলাই সারা দেশ জুড়ে আমাদের জয়ের উৎসব করব আমরা। সারা দেশ জুড়ে হবে এই শহিদ দিবস",  মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2018 13:39 (IST)
বিজেপির দু'বারের রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র, যিনি এই সপ্তাহেই বিজেপি থেকে সরে আসেন, আজ মমতার বক্তৃতার সময় মঞ্চে দেখা গেল তাঁকে।
Jul 21, 2018 13:39 (IST)
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে মমতা বলেন, "বিহার, উত্তরপ্রদেশ, সিকিমে যখন বহু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় সবাই, তখন কোনও কথা হয় না। অথচ, নব্বই শতাংশ আসনে জিতেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদের।
Jul 21, 2018 13:37 (IST)
আগামী পনেরোই অগস্ট "বিজেপি হঠাও, দেশ বাঁচাও" প্রচার শুরু হবে:- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018 13:37 (IST)
প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার। মেদিনীপুরের সভায় প্যান্ডেল ভাঙা নিয়ে তিনি বলেন, "যারা একটা প্যান্ডেল বানাতে পারে না, তারা দেশ গড়তে যাচ্ছে"!
Jul 21, 2018 13:12 (IST)
9ই অগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন:- মমতা
Jul 21, 2018 13:10 (IST)
দু'হাজার উনিশের জানুয়ারি ব্রিগেড থেকে 'উনিশ' দখলের ডাক মমতার
Jul 21, 2018 13:09 (IST)
অনেক কষ্ট করে এই বর্ষায় সবাই দূরদূরান্ত থেকে এসেছেন কেবল এই দিনটির টানে- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018 13:03 (IST)
Jul 21, 2018 13:00 (IST)
মঞ্চে ভাষণ দিতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2018 12:57 (IST)
'একদিন ঝড় থেমে যাবে', মঞ্চে গাইছেন গায়ক নচিকেতা চক্রবর্তী
Jul 21, 2018 12:55 (IST)
অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018 12:51 (IST)
Jul 21, 2018 12:49 (IST)
2018'তে প্যান্ডেল ভাঙল, 2019'এ সরকার ভাঙবে:- ববি হাকিম
Jul 21, 2018 12:42 (IST)
Jul 21, 2018 12:42 (IST)
Jul 21, 2018 12:36 (IST)
Jul 21, 2018 12:16 (IST)
Jul 21, 2018 12:15 (IST)
চন্দন মিত্র আজ যোগ দিতে চলেছেন তৃণমূলে। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির নেতা চন্দন মিত্র আজ তৃণমূলে যোগ দেবেন। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন এখানে।
Jul 21, 2018 12:14 (IST)
Jul 21, 2018 11:54 (IST)
Jul 21, 2018 11:53 (IST)
Jul 21, 2018 11:38 (IST)
Jul 21, 2018 11:33 (IST)
Jul 21, 2018 11:26 (IST)
Jul 21, 2018 11:25 (IST)
Jul 21, 2018 11:15 (IST)
Jul 21, 2018 10:54 (IST)
.