This Article is From Feb 12, 2020

দিল্লি নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে দায়িত্ব ছাড়তে চাইলেন মনোজ তিওয়ারি

শোনা গিয়েছে, বিজেপি মনোজের পারফরম্যান্সের উপরে অসন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তিনি উত্তরাঞ্চলীয় ভোটারদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ।

দিল্লি নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে দায়িত্ব ছাড়তে চাইলেন মনোজ তিওয়ারি

মনোজের উপরে বিজেপি নেতৃত্ব খুশি নয় বলে জানা গিয়েছে।

হাইলাইটস

  • বিজেপি নেতা মনোজ তিওয়ারি তাঁর দায়িত্ব ছাড়তে চাইলেন
  • মঙ্গলবারই বিজেপির হারের সব দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি
  • ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন মনোজ
নয়াদিল্লি:

দিল্লি নির্বাচনে (Delhi Election 2020) দলের ভরাডুবির পর বিজেপি (BJP) নেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari) তাঁর দায়িত্ব ছাড়তে চাইলেন। কিন্তু তাঁকে জানানো হয়েছে পদত্যাগ না করতে। প্রসঙ্গত, ৭০টি আসনের মধ্যে মাত্র ৮টিতে জয়ী হয় বিজেপি। বাকি সব আসনেই জয়ী হয় আম আদমি পার্টি। ভোজপুরী গায়ক-নায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মনোজ তিওয়ারি হয়তো বেশিদিন পদে থাকবেন না। সূত্র থেকে জানা যাচ্ছে, বিজেপি তাঁকে সরিয়ে দেবে। তবে সেটা দু'একমাস পর সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে। শোনা গিয়েছে, বিজেপি মনোজের পারফরম্যান্সের উপরে অসন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তিনি উত্তরাঞ্চলীয় ভোটারদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ। ওই উদ্দেশ্যেই তাঁকে দলীয় পদটি দেওয়া হয়েছিল।

তবে তিনি তাঁর তিন বছরের মেয়াদ পূর্ণ করেছেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্ব মনে করছেন, মনোজ তিওয়ারির আবেদনে কোনও কাজ হয়নি।

বুহারির মতো পূর্বাঞ্চলীয় সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে আপ ৫০,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করেছে।

মনোজ তিওয়ারি মঙ্গলবারই বিজেপির হারের সব দায় নিজের কাঁধে নিয়েছেন। ভোটের আগে ন‌ির্বাচনী প্রচারের সময় মনোজ অভিনীত ছবির গান দিয়েই তাঁকে কটাক্ষ করতে দেখা গিয়েছে আপকে।

২০১৩ সালে বিজেপিতে যোগ দেন মনোজ। তারপর দ্রুতই দলে তাঁর উন্নতি হয়। ২০১৪ সালে তিনি দিল্লি নির্বাচনে জয়ী হন। তাঁকে দিল্লির বিজেপি সভাপতি করা সিদ্ধান্ত নেওয়া হয় দু'বছর পরে। এই সিদ্ধান্তে রাজধানীর পুরনো বিজেপি নেতারা যথা বিনয় গোয়েল ও রমেশ বিধুরি অসন্তুষ্ট হন। 

.