This Article is From Jan 12, 2019

অশান্তির জেরে স্ত্রী ও দুই কন্যাকে অ্যাসিড ছুঁড়ে আটক অভিযুক্ত স্বামী

অ্যাসিডে শরীরের অনেকখানি অংশ পুড়ে গিয়েছে ওই মহিলার। তাঁর দুই শিশুও আহত। সরকারি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁদের

অশান্তির জেরে স্ত্রী ও দুই কন্যাকে অ্যাসিড ছুঁড়ে আটক অভিযুক্ত স্বামী

শনিবার অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ

কলকাতা:

পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও দুই মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার রাতে ঘটেছে এই ঘটনাটি। ২৫ বছর বয়সী ওই মহিলা ও তাঁর দুই মেয়েকে অ্যাসিড ছুঁড়ে মারেন তাঁর স্বামী। শনিবার অভিযুক্তকে আটকও করেছে পুলিশ।

সূর্যাস্তের পরে মাত্র এক কাপ চা খেয়েই ৩০ বছর বেঁচে রয়েছেন ‘চায়েওয়ালি চাচি'

পুলিশ সূত্রের খবর, "পূর্ব মেদিনীপুরের টাল্লা গ্রামে শুক্রবার তাঁর স্ত্রী বাপের বাড়িতে যান। ২৮ বছর বয়সী অভিযুক্ত স্বামী দীনেশ মান্না সেই বাড়িতে উপস্থিত হন এবং স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন। অ্যাসিডে আক্রান্ত হন তাঁদের দুই কন্যাও।" পুলিশ আরও জানিয়েছে, দীনেশ মান্না একটি চা দোকানের মালিক। বেশ কিছুদিন ধরেই তাঁর ও স্ত্রীয়ের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল।

পিরিয়ড নিয়ে সংস্কার কাটাতে স্যানিটারি প্যাডের দীর্ঘ লাইন গড়ে গিনেস রেকর্ড

পুলিশ জানিয়েছে, অ্যাসিডে শরীরের অনেকখানি অংশ পুড়ে গিয়েছে ওই মহিলার। তাঁর দুই শিশুও আহত। সরকারি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁদের।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.