This Article is From Jun 09, 2018

চিন সরকারের আমন্ত্রণে আগামী 22 জুন ওদেশে যাচ্ছেন মমতা, অপেক্ষায় শিল্পমহল

সফরের পুরো সময়পঞ্জী ঠিক করা হচ্ছে চিনের বিদেশমন্ত্রক থেকে, বলেন চিনা কনসাল জেনারেল

চিন সরকারের আমন্ত্রণে আগামী 22 জুন ওদেশে যাচ্ছেন মমতা, অপেক্ষায় শিল্পমহল
কলকাতা: চিন সরকারের আমন্ত্রণে আগামী 22 জুন ন'দিনের সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিনে যাচ্ছেন বলে জানালেন  কলকাতার চিনা কনসাল জেনারেল  মা ঝানইউ। বেজিং, সাংহাই, জিনান- তিনি তাঁর সফরকালে এই তিন শহরে যাবেন। জানান ঝানইউ। কুনমিং-এর মেয়র বেজিং-এ গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।"বহু আমন্ত্রণ পাওয়ার পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম চিন সফর। আমরা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। কারণ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, সেই বাংলা এখন ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতি", বলেন ঝানইউ।

মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গের অতিথিরা চিনের বহু শিল্পপতির সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে।

সফরের পুরো সময়পঞ্জী ঠিক করা হচ্ছে চিনের বিদেশমন্ত্রক থেকে, বলেন চিনা কনসাল জেনারেল।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.